চাঁপাইনবাবগঞ্জে অপারেশন ডেভিল হান্টের অভিযানে দুজন আটক হয়েছেন।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন জেলার সদর উপজেলার আমনুরা কলোনিপাড়ার গোলাম মোর্তুজার ছেলে মো. জনি (৩৫) ও আমনুরা টঙ্কপাড়ার সাইফুল ইসলামের ছেলে আসমাউল হোসেন (২০)।
এই তথ্য নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, মঙ্গলবার (৪ মার্চ) সকালের দিকে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়। অভিযানকালে দেশীয় তৈরি চোলাইমদ বিক্রির অভিযোগে মো. জনি ও আসমাউল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার আদালতে সোপর্দ করা হবে।