ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে টিনের চালের উপরে রাখা একটি পানির ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয় (২৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে শহরের কলেজপাড়া এলাকার একটি বাসার টিনের চালের ওপর রাখা ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহটি গলে বিকৃত হওয়ায় নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, কলেজপাড়ার একটি বাড়ির টয়লেটে ব্যবহারের টেপের পানি কয়েকদিন যাবত দুর্গন্ধ ও ময়লা যুক্ত আসছিল। পরে মঙ্গলবার বিকেলে একটি শিশুকে পানির ট্যাংকটি দেখতে উঠানো হয়। সে ট্যাংকের মুখ খুলে লাশ দেখেই চিৎকার শুরু করে। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরো বলেন, নিহতের মরদেহটির নাম পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।