রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক মঈনুল আলম চাকলাদারসহ তিন চিকিৎসকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মঈনুল আলম চাকলাদারসহ আরও আহত হয়েছেন একই মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ রিফাত মাহমুদ খান এবং অধ্যাপক ডা. শারমিন ইয়াসমিন।
এই ঘটনায় অভিযোগ উঠেছে একই হাসপাতালের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ, ডাঃ মোঃ মশিউর মুসা, ডাঃ মো রাব্বী, ডাঃ ফুয়াদ কাদের এশান, ডাঃ মাহবুব আলম মন্ডল, ডাঃ শাহরিয়ার উচ্ছাস, ডাঃ মুহিব মোঃ কবির, ডাঃ মেহনাজ কবীর, ডাঃ আরমান হোসেন। এছাড়াও অজ্ঞাতনামা আরও ১০/১৫ জন হামলায় অংশ নেয়।
ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী চিকিৎসক মঈনুল আলম চাকলাদার জিডিতে উল্লেখ করেন, মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে তার রুমের মধ্যে ডা. ফয়সাল আহম্মেদ, ডাঃ মোঃ মশিউর মুসাসহ অন্যরা প্রবেশ করে। কোনোকিছু বুঝে উঠার আগেই অর্তকিতভাবে হত্যার উদ্দেশ্য কিলঘুষি মারে। এমনকি শার্ট টান দিয়েছিড়ে ফেলে। ডাকচিৎকারে ডাঃ মোঃ রিফাত মাহমুদ খান (৩৪) বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাকেও এলোপাথাড়িভাবে আক্রমন করে। তার গায়ের সাদা শার্ট টানা হেচড়া করে ছিড়ে ফেলে। একই সময়ে ডাঃ নুরুন্নাহার ফায়জুর নেছা (৩৭) এগিয়ে আসলে তিনিও আক্রমণের শিকার হন। তার কাপড় চোপড় টানাহেচড়া করে শ্লীলতাহানি করে।
পরবর্তীতে হাসপাতালের লোকজন জড়ো হওয়ায় আক্রমণকারীরা অকথ্য ভাষায় গালাগালি সহ বিভিন্ন হুমকি প্রদান করে চলে যায়। যাওয়ার সময় ডাঃ ফয়সাল আহম্মেদ (৪০) ও ডাঃ মোঃ মশিউর মুসা (৩২) সহ অন্যান্য হামলাকারীরা রুমের ভিতরে থাকা চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাংচুর করে। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়।
এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, বাংলাদেশ মেডিকেল কলেজের দুজন চিকিৎসক আহত অবস্থায় থানায় এসে অভিযোগ করে গেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলেছ।