৬১ লাখ নয়, মেলায় বই বিক্রি ৪০ কোটি হতে পারে: বাংলা একাডেমি

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2025-03-04 21:31:02

অমর একুশে বইমেলা-২০২৫ এ মোট কত টাকার বই বিক্রি হয়েছে, তা নিয়ে ছিল বিভ্রান্তির পর অবশেষে মেলা শেষ হওয়ার ৪ দিন পর বই বিক্রির হিসাব দিয়েছে বাংলা একাডেমি। প্রতিষ্ঠানটি বলছে, এখন পর্যন্ত বই বিক্রির পূর্ণ হিসাব আমাদের কাছে আসেনি। তবে বই বিক্রির পরিমাণ ৬১ লাখ নয় ৪০ কোটি হতে পারে।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় একাডেমির ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট দিয়ে বই বিক্রির হিসাব দেয়া হয়।

পোস্টে বলা হয়েছে, অমর একুশে বইমেলায় এবার অংশ নেয়া ৭০৩টির মধ্যে ৩৫১টি প্রকাশনীর বই বিক্রির হিসাব পেয়েছে বাংলা একাডেমি। তাদের বিক্রির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। তবে বাকি প্রকাশনীগুলোর বই বিক্রিসহ মোট পরিমাণ আনুমানিক ৪০ কোটি টাকা হতে পারে বলে মনে করছে বাংলা একাডেমি।

এদিকে, একাডেমি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় মোট বই বিক্রির পরিমাণ নিয়ে কিছু বিভ্রান্তি পরিলক্ষিত হয়েছে। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সমাপনী অনুষ্ঠানে প্রদত্ত প্রতিবেদনে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমির নিজস্ব বিক্রির পরিমাণ প্রায় ৬১ লাখ বলে জানিয়েছিলেন। কিন্তু অনেকেই সে সংখ্যাকে মেলার মোট বিক্রির পরিমাণ ধরে নিয়ে ইচ্ছাকৃতভাবে বা অসচেতনভাবে বিভ্রান্তি ছড়িয়েছেন।

বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এবার মেলা শেষে বাংলা একাডেমির মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭৬ হাজার ৩৯৩ টাকা। তবে মেলায় আগের বছরগুলোর এবং এ বছরের বই বিক্রির হিসাব মূলত প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে করা আনুমানিক হিসাব।

এ সম্পর্কিত আরও খবর