বিএনপির নামে অফিস খুলে চাঁদাবাজি, অতিষ্ঠ মানুষ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা | 2025-03-04 20:56:45

সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের ৪, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নামে অফিস খুলে চাঁদাবাজি, ঘের দখলসহ নানা অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তৈবুর রহমানের বিরুদ্ধে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, ২০১০ সালে আটুলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন তৈবুর রহমান। সে সময় এলাকার মানুষের উপর নির্যাতনের অভিযোগে তার নামে একাধিক মামলা হয়। পরে তিনি পালিয়ে ভারতে পাড়ি জমান এবং পাসপোর্ট ভিসা না থাকায় সহজেই সেদেশের নাগরিকত্ব গ্রহণ করেন। পরে ভারতীয় এক তরুণীর সাথে বিয়ে করেন। বর্তমানে তার স্ত্রী সন্তান ভারতের আটঘোরা এলাকায় বসবাস করছেন।

বিগত ১৪-১৫ বছর এলাকায় না থাকলেও ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এলাকায় ফিরে বিএনপির অফিস খুলে নেতা বনে যান তৈবুর রহমান। এরপর এলাকায় ত্রাসের রাজস্ব কায়েম করেন তিনি। গত ১১ জানুয়ারি চাঁদার টাকা না দেওয়ায় আটুলিয়ার বালু ব্যবসায়ী আবুল খায়েরকে মারপিট করে জখম করেন তৈবুর। পরবর্তীতে আপোষের মাধ্যমে রেহাই পান তিনি। কিন্তু থেমে থাকেনি তার চাঁদাবাজি, দখলদারিত্ব।

সম্প্রতি তার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের মানুষকে জীবন নাশের হুমকি দিয়ে ঘের দখলের অভিযোগ উঠেছে।

হুমকির পরপরই প্রতিকার চেয়ে ভুক্তভোগী বাবু রাম হাওলী গত ১ মার্চ শ্যামনগর থানায় একটি জিডি করেছিলেন। কিন্তু জিডি করাই যেন কাল হয়ে দাড়ায় তার। ২ মার্চ বিকালে তৈবুর রহমান তার অধীনস্ত ২০ জন লোক নিয়ে ঘের দখলে নেন।

একটি নির্ভরশীল সূত্র জানায়, ২ মার্চ ঘের দখলের বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য তৈবুরসহ তার সহযোগীরা শ্যামনগরের বিএনপি নেতাদের সুপারিশ নেয়ার চেষ্টা করছে।

এদিকে জানা গেছে, তৈবুর রহমান আটুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ফিরোজ মামুন মুন্নার অনুসারী। তার ছত্রছায়ায় থেকে সমস্ত অপকর্ম করছে তৈবুর। কিন্তু ফিরোজ মামুন মুন্না জানান, তৈবুর তার কর্মী নন।


আটুলিয়া ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি আবুল কালাম মোড়ল, বিএনপি নেতা আসাদুজ্জামান মিঠু, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও আটুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার গাজী আব্দুর রব বাপ্পি, আটুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক গাজী আল-আমিন ও আটুলিয়া ইউনিয়নের যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জি এম হাবিবুল্লাহ জানান, তৈবুরের অফিসের সাথে তাদের কোন প্রকার সম্পর্ক নেই। বিএনপির নামে কোন প্রকার চাঁদাবাজি কিংবা দখলবাজি করলে তাকে প্রশাসনের হাতে সোপর্দ করার আহবান জানান তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, গত ১০ ফেব্রুয়ারি তৈবুর রহমান জনসমর্থক গোষ্ঠীর ব্যানারে ছোটকুপট সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের নামে এলাকার ঘের মালিক, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা চাঁদাবাজি করা হয়েছে।

অনুসন্ধানে আরও জানা যায়, তৈবুর যে ঘরটিতে অফিস করে সমস্ত অপকর্ম চালাচ্ছেন, সেই ঘরটি আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম গাইনের। তাকে ভয়ভীতি দেখিয়ে ঘর ভাড়ার চুক্তিপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে জানতে তৈবুর রহমানের কাছে কল করলে তিনি উল্টো প্রশ্ন করে বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ আছে?

বিএনপির নামে অফিস খুলতে গেলে ঊর্ধ্বতন নেতাদের অনুমতির প্রয়োজন হয় কি না জানতে চাইলে তিনি বলেন, তারেক রহমানের অফিস খুলতে কিসের অনুমতি লাগবে?

এ সম্পর্কিত আরও খবর