চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, আংশিক ক্ষতি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-03-04 20:15:25

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা বেলিজের পতাকাবাহী একটি ট্যাঙ্কারের সঙ্গে পানামার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কন্টেইনারবাহী জাহাজটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।

তিনি জানান, বেলিজের পতাকাবাহী ট্যাঙ্কার এমটি রিনি-এর সঙ্গে পানামার পতাকাবাহী কন্টেইনার জাহাজ ইয়ং ওয়াইইউই সংঘর্ষে জড়ায়। এতে এমটি রিনি জাহাজের নোঙর ক্যাবলের সঙ্গে ইয়ং ওয়াইইউই-এর প্রোপেলার আটকে যায়, ফলে কন্টেইনারবাহী জাহাজটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার খবর পাওয়ার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে টাগ ভেসেল কান্ডারি ১০, কান্ডারি ৪, বি এল ভি লুসাই ও পাইলট ভেসেল ঘটনাস্থলে পাঠায়। পরে বন্দরের অভিজ্ঞ পাইলট ও সংশ্লিষ্ট কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে কন্টেইনারবাহী জাহাজটিকে সফলভাবে মুক্ত করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

বর্তমানে বহির্নোঙরসহ পুরো চ্যানেলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও খবর