চট্টগ্রামে বিদেশি মুদ্রার ফাঁদ, প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-03-04 20:08:22

বিদেশি মুদ্রার লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় প্রতারকদের কাছ থেকে ১৮১টি ওমানি পয়সা ও নগদ ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর খুলশী থানার শাহজাহান মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. জয়নাল আবেদীন (৪১), মো. জাহান হোসেন সুমন (৩৫), এয়ার হোসেন রানা (৪২) ও মো. মিজানুর রহমান (৩৫)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, প্রতারক চক্রটি বিদেশি মুদ্রার বিনিময়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। সম্প্রতি চক্রের সদস্যরা জিইসি মোড় সংলগ্ন এলিট পেইন্ট অফিসের সামনে মেজবাউল আজম নামে এক ব্যক্তিকে বিদেশি মুদ্রার প্রতিশ্রুতি দিয়ে এক লাখ ৫৭ হাজার টাকা আত্মসাৎ করে।

ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে এবং মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে খুলশী থানার শাহজাহান মাঠ এলাকা থেকে অভিযান চালিয়ে চার প্রতারককে গ্রেফতার করে।

অভিযানের সময় প্রতারকদের কাছ থেকে ১৮১টি ওমানি পয়সা, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২৯ হাজার টাকা এবং তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর