নগরীর বটতলা এলাকার একটি ঘর থেকে মুক্তা আক্তার (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১২টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, স্বজনেরা ঘরের ভেতরে আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুক্তার মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিক থানায় খবর দেন। পরে এসআই আজিজুল ইসলামের নেতৃত্বে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এসআই আজিজুল ইসলাম বলেন,স্বজনদের দাবি, মুক্তা সকলের অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, তা কেউ বলতে পারছে না। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হলেও প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
এখন পর্যন্ত তরুণীর মৃত্যুর পেছনের আসল কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ মৃত্যুর নেপথ্যের প্রকৃত ঘটনা জানা যাবে।