কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। কানে মুঠোফোন নিয়ে রেল লাইনে চলার সময় ট্রেনে কাটা পরে মৃত্যু হয় বলে জানা গেছে৷
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ শহর রেল স্টেশন সংলগ্ন সিদ্ধেশ্বরী এলাকায় এই ঘটনা ঘটছে। নিহত ব্যক্তির নাম মজিদ (৪৫)। নিকলী উপজেলার ভাটি বারাটিয়া গ্রামে তার বাড়ি বলে জানা গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে আন্তঃনগর এসারসিন্দুর প্রভাতী ট্রেন ছেড়ে যায়। ট্রেনটি আধা কিলোমিটার দূরে সিদ্ধেশ্বরী বাড়ি এলাকায় গেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত আব্দুল মজিদ রেললাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। লোকজন তাকে ডাকলেও তিনি শুনতে পাননি।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি লিটন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত করানো হবে। বাড়িতে স্বজনদের খবর দেওয়া হয়েছে।