বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সদ্য ঘোষিত কমিটি স্থগিত করে নতুন করে প্রকৃত কর্মীদের সমন্বয়ে কমিটি গঠনের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতাকর্মীরা।
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরুর খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন তিনি। তাদেরকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে যান চলাচলের চেষ্টা থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি ওমর ফারুককে আহবায়ক ও নাহিদ মনিরকে সদস্য সচিব করে ৪২১ জনকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও সদস্য সচিব।
এই কমিটিতে স্থান পাওয়া ২০ জনকে বিতর্কিত দাবি করে এবং আন্দোলনে আহতদেরকে বাদ দেওয়াসহ নানা অভিযোগে জেলা কমিটি থেকে আড়াইশো ব্যক্তি পদত্যাগ করেছেন বলে দাবি করেন আন্দোলনরত নেতাকর্মীরা।