ক্ষণিকের বিনোদন, অপেক্ষায় যন্ত্রণাদায়ক শাস্তি

কোরআন, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-25 19:12:31

অশ্লীলতা বলতে সাধারণত নির্লজ্জ ও কুরুচিপূর্ণ কথা ও কাজকে বোঝানো হয়। এছাড়া যেসব কুকর্ম ধৃষ্টতাসহকারে প্রকাশ্যে করা হয় সেগুলোকেও অশ্লীল বলা হয়।

অশ্লীলতা বড় অপরাধ। এটা সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে। নিষ্পাপ ও কোমলমতিদের চরিত্র হনন করে কুকর্মের প্রতি প্রলুব্ধ করে।

অশ্লীলতা মানুষের চরিত্রকে কলুষিত করে। তাদের নেক আমল ধ্বংস করে দেয়। মহান আল্লাহ তার বান্দাদের জন্য অশ্লীলতাকে নিষিদ্ধ করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আপনি বলুন, আমার রব প্রকাশ্য-অপ্রকাশ্য অশ্লীলতা, পাপকাজ, অন্যায় ও অসংগত বিদ্রোহ ও বিরোধিতা এবং আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করা, যার পক্ষে আল্লাহ কোনো দলিল-প্রমাণ অবতীর্ণ করেননি, আর আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা, যা সম্পর্কে তোমাদের কোনো জ্ঞানই নেই (ইত্যাদি কাজ ও বিষয়) নিষিদ্ধ করেছেন।’ -সুরা আরাফ: ৩৩

অশ্লীলতা সমাজকে নোংরা করে দেয়। মানুষের মন-মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলে। আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে শয়তানের পূজায় লিপ্ত হতে বাধ্য করে। শয়তানের অন্যতম কাজ হলো, মানুষকে অশ্লীলতার মোহে ফেলে বিভ্রান্ত করা। জাহান্নামের পথে ধাবিত করা। তাই মুসলমানের জন্য সব ধরনের অশ্লীলতায় লিপ্ত হওয়া, অশ্লীল জিনিসগুলো গ্রহণ করা বা প্রচার করা নিষিদ্ধ।

যারা ক্ষণিকের বিনোদন নিতে গিয়ে এসব কাজে লিপ্ত হবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ জানেন, তোমরা জানো না।’ -সুরা নুর: ১৯

নাউজুবিল্লাহ। এটা এতটাই ভয়াবহ বিষয় যে এর শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। কখনো কখনো সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়লে আসমানি আজাব-গজব নেমে আসে।

হাদিস শরিফে ইরশাদ হয়েছে, হজরত আবদুল্লাহ বিন উমর (রা.) বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) আমাদের দিকে এগিয়ে এসে বললেন, ‘হে মুহাজিরগণ! তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, যেন তোমরা তার সম্মুখীন না হও। (তার মধ্যে একটি হলো) যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারি আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। তা ছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয়, যা আগেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি...।’ -ইবনে মাজাহ: ৪০১৯

তাই আমাদের সবার উচিত সব ধরনের অশ্লীলতা থেকে দূরে থাকার সর্বাত্মক চেষ্টা করা।

এ সম্পর্কিত আরও খবর