সৌদি আরবের হজ প্যাকেজ ঘোষণা

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মিনায় থাকার সুবিধাভেদে প্যাকেজমূল্য নির্ধারণ করা হয়েছে, ছবি: সংগৃহীত

মিনায় থাকার সুবিধাভেদে প্যাকেজমূল্য নির্ধারণ করা হয়েছে, ছবি: সংগৃহীত

সৌদি আরবের নাগরিক এবং সৌদি প্রবাসীেদের জন্য ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। প্যাকেজমূল্য গতবারের তুলনায় বেশি। চার প্যাকেজের মধ্যে সর্বনিম্ন মূল্য ২ লাখ ৬২ হাজার টাকা এবং সর্বোচ্চ ৪ লাখ ২২ হাজার টাকা।

নুসুক ইলেকট্রনিক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিস্তারিত জানিয়েছে মন্ত্রণালয় কর্তৃপক্ষ। পরিবহন খরচ বাদে খরচ শুধুমাত্র মিনায় অবস্থানের সুবিধাভেদে প্যাকেজগুলো সাজানো হয়েছে। স্থানভেদে খাবারের সুবিধায়ও তারতম্য থাকবে।

বিজ্ঞাপন

প্রথম প্যাকেজ ১০ হাজার ৩৬৬ সৌদি রিয়াল (৩ লাখ ৩৫ হাজার), দ্বিতীয় প্যাকেজ ৮ হাজার ৯২ রিয়াল (২ লাখ ৬২ হাজার) এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন তৃতীয় প্যাকেজ ১৩ হাজার ৫০ সৌদি রিয়াল (৪ লাখ ২২ হাজার)। চতুর্থ প্যাকেজ ১২ হাজার ৫৩৭ সৌদি রিয়াল (৪ লাখ ৬ হাজার)।

প্যাকেজের আওতায় দেশটিতে বসবাসকারী বিদেশিরা ছাড়াও থাকবে সৌদি নাগরিকগণ। হজ যাত্রীদের সুবিধার্থে উন্নত সেবার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সৌদি আরবের অভ্যন্তরীণ হজেযাত্রীদের দেশটির বিভিন্ন অঞ্চল থেকে নিজ দায়িত্বে মক্কায় আসতে হবে। অর্থাৎ প্যাকেজগুলোতে কোনো পরিবহন সুবিধা নেই। কোরবানির খরচও প্যাকেজের বাইরে।

আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং দেওয়া যাবে। নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটে তা দেখা যাবে।

আগ্রহী হজ পালনকারীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। যেসব মহিলারা মাহরাম ছাড়া হজ পালন করতে চান, তাদেরকে যৌক্তিক কারণ দেখাতে হবে, যাতে মাহরাম ছাড়া তাদের হজ পালনের অনুমতি দেওয়া যায়।