গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব। এই আসরে এখন পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান এসেছেন। এদের নিরাপত্তা নিশ্চিত ও তথ্য সেবা প্রদানের জন্য ময়দানের বিদেশি খিত্তার পাশেই স্থাপন করা হয়েছে ট্যুরিস্ট পুলিশের স্টল।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি বলেন, শুক্রবার সকাল পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন মুসুল্লি ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। তারা নির্ধারিত খিত্তায় অবস্থান করে দেশ-বিদেশের আলেমদের বয়ান শুনছেন। এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে।