যুক্তরাষ্ট্র ভ্রমণে যুক্তরাজ্য-জার্মানির বিশেষ সতর্কতা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-03-21 20:55:44

ইউরোপীয় বেশ কয়েকজন পর্যটকদের আটক করার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ভ্রমণে বিশেষ সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাজ্য ও জার্মানি। 

শুক্রবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ডব্লিউআইওন নিউজ। 

প্রতিবেদনে বলা হয়, অভিবাসন রোধে সীমান্তে ডোনাল্ড ট্রাম্প কড়াকড়ি পদক্ষেপ নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য বেশ কঠিন পরিবেশের সৃষ্টি হয়েছে। 

যুক্তরাজ্য তার পররাষ্ট্র দফতরের নির্দেশিকা সংশোধন করে জানিয়েছেন, ব্রিটিশ পাসপোর্টধারীরা যদি মার্কিন অভিবাসন আইন লঙ্ঘন করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়, আপনাকে সমস্ত প্রবেশ, ভিসা এবং প্রবেশের অন্যান্য শর্তাবলী মেনে চলতে হবে। মার্কিন কর্তৃপক্ষ কঠোরভাবে প্রবেশের নিয়মগুলি সেট করে এবং প্রয়োগ করে। আপনি যদি নিয়ম ভঙ্গ করেন তবে আপনাকে গ্রেফতার বা আটক করার জন্য দায়ী হতে পারে।

সম্প্রতি যুক্তরাজ্যের ২৮ বছর বয়সী গ্রাফিত ডিজাইনার রেবেকা ব্রুককে ভিসা মিক্স-আপ করার জন্য ১৯ দিন যুক্তরাষ্ট্রের কাস্টমে বন্দী থাকতে হয়েছে। তাকে পায়ে ও কোমরে শিকল এবং হাতকড়া পড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। 

যুক্তরাজ্যের এই ঘটনায় জার্মানিতেও তাদের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণের নির্দেশিকা আপডেট করেছে দেশটি। 

এ সম্পর্কিত আরও খবর