বিশ্ব যখন ভালোবাসা দিবস উদযাপনে ব্যস্ত, তখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এর এক কর্মী তার মায়ের পাঠানো একটি হৃদয়গ্রাহী বার্তা শেয়ার করলেন। বার্তাটি সরাসরি এই সময়ের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্ককে উদ্দেশ্য করে লেখা, যেখানে তাকে নায়ক হিসেবে অভিহিত করা হয়েছে।
একটি সাধারণ বার্তা, অসাধারণ ভালোবাসা
এক্স কর্মী নোয়েমি তার মায়ের পাঠানো টেক্সট মেসেজের একটি স্ক্রিনশট শেয়ার করেন। মেসেজটিতে লেখা ছিল-
আপনার বস, ইএম (EM) একজন নায়ক।
নোয়েমি পোস্টটির ক্যাপশনে লেখেন-
প্রেরণময়ী মা থেকে (@elonmusk) শুভ ভালোবাসা দিবস।
তিনি পোস্টের সঙ্গে একটি লাল হৃদয়ের ইমোজিও যোগ করেন, যা মুহূর্তের মধ্যে সবার মন জয় করে নেয়।
এই খুদে বার্তায় ইলন মাস্ক প্রতিক্রিয়া জানাতে একটি হৃদয়ের ইমোজি দিয়েছেন, যা লাখো মানুষের মনে ভালোবাসার জন্ম দেয়।
টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক পোস্টটিতে একটি হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। তার এই ছোট্ট ইমোজিটি এক্স প্ল্যাটফর্মজুড়ে অসংখ্য ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়।
নেটিজেনদের প্রশংসায় ভাসলেন মাস্ক
ইলন মাস্কের প্রতি ভালোবাসা প্রকাশ করে এক্স (X) ব্যবহারকারীরা অসংখ্য মন্তব্য করেন। কেউ লেখেন-
ইলন মাস্ক সত্যিই বিশেষ একজন মানুষ।
আবার কেউ কেউ লিখেন- ইলন, তুমি মানবতার একজন নায়ক, হৃদয় ও দূরদর্শিতা দিয়ে নেতৃত্ব দিচ্ছ। ধন্যবাদ।
কেউ আবার প্রতিক্রিয়া জানাতে গিয়ে তার সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে বলেন- হ্যাঁ, তিনি একজন সত্যিকারের হিরো। তার সঙ্গে কাজ করতে পারলে দারুণ হতো!
কেউ কেউ আবার তাকে অতুলনীয় হিসেবে মন্তব্য করেছেন।
এমন অসংখ্য মন্তব্যে বুঝা যায়, ইলন মাস্ক কেবল একজন প্রযুক্তি উদ্যোক্তা নন, তিনি কোটি মানুষের অনুপ্রেরণাও।
একজন নেতা, একজন অনুপ্রেরণা
ইলন মাস্কের এই ছোট্ট প্রতিক্রিয়া আবারও প্রমাণ করল, তিনি শুধু একজন ব্যবসায়ী নন, বরং কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া একজন আইকন।
হোক তা মহাকাশ গবেষণা, বৈদ্যুতিক গাড়ি, কিংবা সোশ্যাল মিডিয়া-মাস্ক সব ক্ষেত্রেই পথপ্রদর্শক। এবার তো শুধু একটি হৃদয়ের ইমোজি দিয়েই তিনি লাখো মানুষের ভালোবাসার কারণ হয়ে উঠলেন!