রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছ শেকৃবি ছাত্রশিবির। ছাত্রশিবিরের সহযোগী সংগঠন শেকৃবি দাওয়াহ অ্যাসোসিয়েশন-এর ব্যবস্থাপনায় এই গণ ইফতার অনুষ্ঠানে প্রায় ১২ শত শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
৯ মার্চ বিকাল ৫ টায় ' বারাকাহ ইফতার কর্মসূচি' শিরোনামে ছাত্রশিবিরের দাওয়াত কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে এ প্রোগ্রাম আয়োজিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে পুরুষ শিক্ষার্থীদের জন্য একটি বুথ, নারী শিক্ষার্থীদের জন্য বেগম রোকেয়া হল ও অপরাজিতা ২৪ হলের সামনে দুটি পৃথক বুথ থেকে ইফতার বিতরণ করা হয়।
একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী এই আয়োজন সম্পর্কে বলেন, "আজকের বারাকাহ ইফতার কর্মসূচি সত্যিই অসাধারণ। বিগত বছরগুলোতে এমন বৃহৎ পরিসরে ইফতার আয়োজন আমরা দেখিনি। এত শিক্ষার্থীর একত্রিত হওয়া এবং সম্মিলিতভাবে ইফতার গ্রহণ করা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি, আমরা দেখতে পাচ্ছি লিফলেট বিতরণ করা হচ্ছে, যেখানে কোরআন প্রতিযোগিতার আয়োজন সম্পর্কিত তথ্য রয়েছে। এটি শিক্ষার্থীদের মধ্যে ইসলাম চর্চার আগ্রহ বাড়াতে সহায়ক হবে।"
শেকৃবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আবুল হাসান বলেন, "আমরা অত্যন্ত আনন্দিত যে, ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আজ আমাদের ভাইদের জন্য ইফতারের ব্যবস্থা করতে পেরেছি। আমাদের পরিকল্পনা ছিল ১২০০ শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন করা, যা প্রত্যাশার চেয়েও বেশি সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতির কারণে আরও বড় পরিসরে রূপ নেয়। উপস্থিত সবাই ছাত্রশিবিরের প্রতি ভালোবাসা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমরা আমাদের বোনদের জন্যও যথাসম্ভব ব্যবস্থা করেছি, তবে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।"