পর্নো ও বেটিং সাইটের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা পর্নোগ্রাফি ও বেটি সাইটগুলোর বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে বলেছে, এ ধরনের সাইটের সন্ধান পেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ আয়োজিত এক মতবিনিময় সভায় একথা জানানো হয়। গত বছরের ডিসেম্বরে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল খলিল-উর-রহমান বলেন, নিরাপদ ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বিটিআরসি। আইন প্রয়োগকারী বা সরকারি সংস্থার অনুরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইস্যুগুলো সংশ্লিষ্ট কোম্পানিকে জানিয়ে সমাধানের চেষ্টা করে থাকি আমরা। ফেসবুক আমাদের সব অনুরোধ রাখে না। তাদের গাইডলাইন অনুযায়ী কাজ করে থাকে। তবে উসকানিমূলক, রাষ্ট্রদ্রোহী কোনো কনটেন্ট এবং বিশেষ করে পর্নো ও বেটি সাইটগুলোর বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হয় না। যখনই এ ধরনের সাইটের সন্ধান পাওয়া যায়, আমরা তাৎক্ষণিক ওই সব সাইট বন্ধ করে দেই।