ট্রাম্পের সিদ্ধান্ত, আদালতে ভয়েস অব আমেরিকার কর্মীরা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ট্রাম্পের সিদ্ধান্ত, আদালতে ভয়েস অব আমেরিকার কর্মীরা

ট্রাম্পের সিদ্ধান্ত, আদালতে ভয়েস অব আমেরিকার কর্মীরা

জনপ্রিয় সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার সাংবাদিক, কর্মকর্তা ও ইউনিয়নসমূহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভয়েস অব আমেরিকাসহ একাধিক গণমাধ্যম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এরই প্রতিবাদে ভয়েস অব আমেরিকার কর্মীরা আদালতের শরণাপন্ন হয়েছে। তাঁদের অভিযোগ, এ সিদ্ধান্তের ফলে ট্রাম্প প্রশাসন মত প্রকাশের অধিকার হরণ করছেন।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া, এর ভারপ্রাপ্ত পরিচালক ভিকটর মোরালেস, বিশেষ উপদেষ্টা কারি লেকের বিরুদ্ধে নিউইয়র্কের ফেডারেল কোর্টে মামলা করা হয়। ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার তহবিল থেকেই ভয়েস অব আমেরিকার অর্থায়ন করা হয়। এছাড়াও রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টি এবং রেডিও ফ্রি এশিয়াতেও অর্থায়ন করে ওই সংস্থা। ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগে এসব গণমাধ্যমও বন্ধ হয়ে যাবে।

ভয়েস অব আমেরিকার ১ হাজার ৩০০ কর্মীকে এরই মধ্যে ছুটিতে পাঠিয়েছে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া। মামলায় বলা হয় এ ধরণের পদক্ষেপ সম্পূর্ণরূপে বেআইনি। এ ব্যাপারে ওই সংস্থা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি প্রচারণার বিরুদ্ধে কাজ করার মাধ্যমে পরিচিতি পায় ভয়েস অব আমেরিকা। সারাবিশ্বেই এই গণমাধ্যম বেশি জনপ্রিয়। ৪০ টিরও বেশি ভাষায় অনলাইন, রেডিও ও টেলিভিশনে মানুষকে সেবা দিয়েছে এই গণমাধ্যম।

রেডিও ফ্রি এশিয়ার মুখপাত্র রোহিত মহাজন জানান, ওয়াশিংটন অফিসের প্রায় ৭৫ শতাংশ কর্মীর জন্য অবৈতনিক ছুটি কার্যকর হয়েছে। রেডিও ফ্রি এশিয়াও বিদেশে সংবাদ সংগ্রহে সংস্থাটিকে সহায়তা করা ব্যক্তিদের সঙ্গে ফ্রিল্যান্স চুক্তি বাতিল করার পদক্ষেপ নিয়েছে।

ভয়েস অব আমেরিকাসহ এসব সংবাদসংস্থার ব্যয় কমিয়ে আকার ছোট করে ফেলার নির্বাহী আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ উপদেষ্টা ধনকুবের ইলন মাস্ক ভয়েস অব আমেরিকা বন্ধের পক্ষে। এ বিষয়ে তিনি প্রচারও করেছেন।