বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ বছরের মে মাসে বাংলাদেশ সফরে আসবে কিউইরা। যেখানে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ওয়ানডে ও দুইটি চার দিনের ম্যাচ খেলবে তারা। বিষয়টি আজ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রকাশিত সময়সূচিতে বিসিবি জানিয়েছে এই বছরের পহেলা মে থেকে ২৫ মে পর্যন্ত লম্বা এই সফরে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। সব ঠিক থাকলে আগামী ১ মে বাংলাদেশে আসবে তারা। এরপর একদিন বিশ্রাম নিয়ে ৩ এবং ৪ মে অনুশীলন করবে তারা।

বিজ্ঞাপন

৫ মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। বাকি দুই ওয়ানডে হবে একই মাঠে যথাক্রমে ৭ এবং ১০ মে। এরপর ১৪ মে শুরু হবে চার দিনের প্রথম ম্যাচ। এ ম্যাচও সিলেট স্টেডিয়ামে খেলবে দুই দল। এরপর দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলতে ঢাকা আসবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ২১ মে সফরের শেষ ম্যাচে শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠ নামবে দুই দল। ২৫ মে সফর শেষ করে দেশের উদ্দেশ্যে রওনা দেবে কিউইরা।