শামীম ঝড়ে জয়ে ফিরল প্রাইম ব্যাংক

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টানা দুই ম্যাচ হারের ক্ষত নিয়ে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে আজ আর হারতে হয়নি দলটিকে। ধানমন্ডিকে ৫৫ রানে হারিয়ে আবারও জয়ে ফিরেছে ইরফান শুক্কুরের দল।

মিরপুর শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ ডিপিএলের ষষ্ঠ রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাম ওভার শেষে ৩০৮ রান করে প্রাইম ব্যাংক। জবাবে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২৫৩ রানেই অলআউট হয়েছে ধানমন্ডি।

বিজ্ঞাপন

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার নাইম শেখ ও সাব্বির হোসেন করেন ৬০ রানের জুটি। নাইম ৩৭ ও সাব্বিরের ব্যাট থেকে আসে ৫০ রান। এছাড়া জাকির হাসান ও অধিনায়ক ইরফানও পেয়েছেন অর্ধশতকের দেখা। শেষে শামীম হোসেন পাটোয়ারির ৩৭ বলে ৬২ রানের ঝড়ো ইনিংসে ৩০৮ রান করে প্রাইম ব্যাংক।

৩০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২ রানেই ২ ওপেনারকে হারায় ধানমন্ডি। এরপর ফজলে মাহমুদ রাব্বি ও ইয়াসির আলি মিলে গড়েন ৯৩ রানের জুটি। তবে এরপর আর কেউ দলের হাল ধরতে পারেননি। আর তাতেই ২৫৩ রানে থেমে যায় ধানমন্ডির ইনিংস। 

বিজ্ঞাপন