মুস্তাকিমের ব্যাটে বিস্ময়কর রেকর্ড, ১৭০ বলে ৪০৪!

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুস্তাকিম হাওলাদার

মুস্তাকিম হাওলাদার

রীতিমতো বিস্ময়কর এক কীর্তির জন্ম হলো আজ। ১৭০ বলে অপরাজিত ৪০৪ রান! এমনই রেকর্ডগড়া ইনিংস হয়েছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আজকের ম্যাচে। ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মুস্তাকিম হাওলাদারের অবিশ্বাস্য, রেকর্ড গড়ার ইনিংসে ভর করে সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজকে ৭৩৮ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ।

৫০ চার, ২২ ছক্কা! একাই চারশো করলেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মুস্তাকিম! বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে, কোন ব্যাটসম্যানের ৪০০ রানের ঘটনা এটাই প্রথম।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ঢাকা বিভাগের আজ মঙ্গলবার টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৭৭০ রানের রেকর্ড পুজি তুলে ক্যামব্রিয়ান। জবাবে ৭৭১ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ক্যামব্রিয়ানের বোলারদের সামনে তুলোধুনো হয়ে যায় সেন্ট গ্রেগরি। মাত্র ৩২ রানে সবকটি উইকেট হারিয়ে হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।

টস জিতে ওপেনিংয়ে নামা মুস্তাকিমের ব্যাটে ভর করে ভালো সংগ্রহ দাঁড় করায় ক্যামব্রিয়ান। ১৭০ বলের ৪০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। সেই সঙ্গে পেছনে ফেলেন তামিম-সাকিবদের। ৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ সর্বোচ্চ রানের ইনিংস এখন তারই। এক ইনিংসে ৪০৪ রান। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে, কোন ব্যাটসম্যানের ৪০০ রানের ঘটনা এটাই প্রথম।

বিজ্ঞাপন

দেশের ক্রিকেটে আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল তামিম ইকবালের। মিরপুরে ৩৩৪ রানের ব্যাক্তিগত ইনিংসটি খেলেন তিনি। ২০২০ সালে প্রথম শ্রেনির ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে রেকর্ডটি গড়েন ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলা তামিম। ৪২৬ বলের ইনিংসটি সাজিয়েছিলেন ৪২ চার ও ৩ ছক্কায়।

ওপেনিংয়ে আরেক প্রান্তে নামা নক্ষত্র কায়েস ৪.২ ওভারে আউট হয়ে মাঠ ছাড়লে একই পথ ধরেন তিনে নামা সাইমুন রহমান। সাইমুনের পরে মাঠে নামা সাদ পারভেজকে নিয়ে ৭৭০ রানের বিশালাকার পুজিঁ গড়েন মুস্তাকিম। ১২৪ বলে অপরাজিত ২৫৬ রান তুলেন সাদ। যেখানে আছে ৩২ টি চার আর ১৩ টি ছক্কা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭৭০ রানের পাগাড় ছুড়ে দেয় ক্যামব্রিয়ান।

জবাবে ৭৭১ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে মাত্র ১১.২ ওভারে ৩২ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে সেন্ট গ্রেগরি। ক্যামব্রিয়ানের হয়ে সবোর্চ্চ ৬ টি উইকেট তুলে নেন হাসান হৃদয়। চারটি উইকেট নেন সাদ পারভেজ।