আইপিএলে রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে কোহলি
-
-
|

বিরাট কোহলি
আগামী ২২ মার্চ পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আর জমজমাট ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর। যেখানে রয়েলস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাঠে নামবেন ভারতের তারকা খেলোয়াড় বিরাট কোহলি। আইপিএলের এবারের আসর দিয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন কোহলি।
আইপিএল মানেই যেমন টাকার ছড়াছড়ি তেমনি রেকর্ড বইও হয় তছনছ। আসরের প্রথম দিনে খেলতে নামা কোহলির সামনেও রয়েছে চারটি রেকর্ড গড়ার সুযোগ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে আলো ছড়ানো কোহলি একবার ও শিরোপা না জিতলেরও আসরের সেরা ব্যাটারের তকমাটা শুধু তারই। অসাধারণ সব ইনিংস আর ফিল্ডিং দিয়ে মুগ্ধতা ছড়ান ভক্তদের মাঝে।
আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ফিফটি করার রেকর্ড আছে সদ্য বলিউডে পা রাখা অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের। আইপিএলে দিল্লী ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা এই ব্যাটার করেছেন ৬৬ টি ফিফটি। সেখানে ৬৩ টি ফিফটি করে দুইয়ে আছেন কোহলি। আর চলতি আসরে যদি আর ৩ টি হাফ সেঞ্চুরির দেখা পান তেবে ওর্য়ানারকে টপকে শীর্ষে উঠতে পারবেন তিনি।
আইপিএলের ১৭ আসরের ইতিহাসে সর্বোচ্চ ১১৮টি ক্যাচ ধরার রেকর্ড রয়েছে প্রোটিয়া ব্যাটার এ বি ডি ভিলিয়ার্সের। সেখানে ১১৪টি ক্যাচ নেওয়া কোহলি যদি চলতি আসরে আর ৫ টি ক্যাচ নিতে পারেন তাহলে ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলবেন তিনি। গত আসরে আটটি ক্যাচ ধরেছিলেন তিনি।
আসরের সর্বোচ্চ বাউন্ডারি হাঁকানোর রেকর্ডও উঁকি দিচ্ছে কোহলির সামনে। এ পর্যন্ত ৯৭৭টি বাউন্ডারি রয়েছে তার। এর মধ্যে ৭০৫টি চার এবং ২৭২টি ছক্কা মেরেছেন তিনি। আর মাত্র ২৩টি বাউন্ডারি হাঁকাতে পারলে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ১০০০ বাউন্ডারির রেকর্ড যুক্ত হবে তার নামের পাশে।
এবারের আসর দিয়ে প্রথম ভারতীয় হিসেবে টি টোয়েন্টিতে ১৪ হাজার রানের মাইলফলক ছোঁয়ার রেকর্ডও আছে ৩৬ বছর বয়সী এ ব্যাটারের সামনে। চলতি আসরে আর মাত্র ২৯৩ রান করলে এই রেকর্ডটিও নিজের করে নিবেন তিনি।