সাকিবের সঙ্গে তুলনায় যা বললেন হামজা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হামজা চৌধুরী ২০১৪ সালেও বাংলাদেশে এসেছিলেন। এরপর ১১ বছর পর আবারও নিজ দেশে পা রাখলেন ইংলিশ লিগে খেলা এই ফুটবলার। তবে হামজার এবারের আগমন অনেক বেশি স্মরণীয় তার এবং বাংলাদেশের ফুটবলের জন্য। কারণ এবারই প্রথম বাংলাদেশের ফুটবলার হিসেবে দেশে এসেছেন তিনি।

আজ ১৭ মার্চ (সোমবার) পৌনে বারোটায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পৌঁছান হামজা। সেখান থেকে বিকাল সাড়ে তিনটায় নিজের পৈতৃক নিবাস হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে পৌঁছান। সেখানে হাজার হাজার জনতা ফুল দিয়ে বরণ করে নেয় তাকে।

বিজ্ঞাপন

এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন হামজা। শেষ কয়েকদিন সাকিব আল হাসানের সঙ্গেও তুলনা করা হচ্ছে তাকে। তবে সে প্রশ্নের জবাবে হামজা বলেন,'সাকিব আল হাসান মেগা স্টার। সে অনেক বছর ধরে বিশ্বসেরা। আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না।'

এছাড়া বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অবসর ভেঙে দলে ফিরেছেন সুনীল ছেত্রী। এ বিষয়ে কোনো আলাদা পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'আমরা তাদের নিয়ে ভাবতে চাইনা। আমরা আমাদের নিয়ে পরিকল্পনা করতে চাই।’

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে কথা হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে হামজা বলেন,'এখনও কারো সঙ্গে কথা হয়নি। তবে কোচের সঙ্গে অনেক কথা হয়েছে। দলের সকলের সঙ্গে আগামীকাল কথা হবে।