পিএসএলে নাহিদ রানার খেলা নিয়ে শঙ্কা!

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাহিদ রানা

নাহিদ রানা

জাতীয় দলের হয়ে অভিষেকের পর বল হাতে নিজেকে প্রমাণ করে চলেছেন উদীয়মান টাইগার পেসার নাহিদ রানা। সেখানে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ডাক পেয়েছেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। তবে ওয়ার্কলোড ম্যানেজম্যান্ট ও আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে পিএসএলে নাহিদকে ছাড়পত্র দেওয়া নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএলের চলতি আসরের নিলামে নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে অন্যতম ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। আর সেখানে খেলতে বিসিবিতে ছাড়পত্রের জন্য আবেদন করেছেন তিনি। তবে জানা গেছে জিম্বাবুয়ে সিরিজের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য করা সহ বেশকিছু বিষয়কে বিবেচনায় নিয়ে তার আবেদনে এখনই সাড়া দিচ্ছে না বোর্ড।

বিজ্ঞাপন

পিএসএলে কোয়ালিফায়ার এবং এলিমিনেটর রাউন্ডের আগে ৭ই মে শেষ লিগ ম্যাচ খেলবে জালমি । আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ই মে । এদিকে ১৫ই এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আর সেখানে ২০শে এপ্রিল সিলেটে প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামবে টাইগাররা। আর দ্বিতীয়ে ম্যাচে ২৮শে এপ্রিল চট্টগ্রামে মুখোমুখি হবে দুই দল। যে কারণে ২২ বছর বয়সী এই পেসার ছাড়পত্র পাবেন কি না সেটি এখনো অনিশ্চিত।

বিসিবির গত বোর্ড মিটিংয়ে খেলোয়াড়দের অনাপত্তিপত্রের ব্যাপারে আরো কঠোর হওয়ার সিদ্ধান্ত হয়েছিল। অবশ্য বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত না জানালেও নাহিদ রানার পাশে দাঁড়িয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে,‘ আমার মনে হয়, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং ওই দায়িত্বটা নেওয়া শিখবে। বাইরের যে ক্রিকেটাররা আছে, তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে। আশা করব, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।’

বিজ্ঞাপন