ভেঙ্কটেশের বদলে কেন রাহানেকে অধিনায়ক?
-
-
|

অজিঙ্ক রাহানে
আর কয়েকদিন পরই পর্দা উঠতে যাচ্ছে ভারতের ফ্রাঞ্চাইজি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সেখানে প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিতে যাচ্ছেন দ্বিতীয়বারের মতো দলটির হয়ে খেলা অজিঙ্কা রাহানে। গুঞ্জন ছিল রেকর্ড দামে কেনা ভেঙ্কটেশ আয়ারকে অধিনায়কত্বের ভার দিতে পারে শাহরুখ খানের দলটি। তবে শেষ পর্যন্ত রাহানেকে নেতৃত্ব দিল তারা।
ভেঙ্কটেশের বদলে রাহানেকে অধিনায়ক করার কারণ জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কেকেআরের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর বলেন, ‘আইপিএলে ১৮৫টি ম্যাচ খেলেছে রাহানে। দেশের হয়েও প্রায় ২০০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্স এবং ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। আইপিএলে প্রথম বছর থেকে খেলছে। এ সব ভেবে রাহানেকে ক্যাপ্টেন করা হয়েছে।’
এ সময় তিনি আরো বলেন, ‘অধিনায়কত্ব মানেই নানা রকম ভাবনাচিন্তা করতে হয়। শুধু মাঠে নেমে সিদ্ধান্ত নেওয়াই নয়-টিম মিটিং, কোচেদের সঙ্গে আলোচনা, সংবাদমাধ্যমকে সামলানো-এগুলোও করতে হয়। রাহানের মতো একজনকে দলে পেয়ে আমরা ভাগ্যবান।’
ভেঙ্কটেশকে নেতৃত্ব না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এখনই তরুণ কাউকে অধিনায়ক করে দেওয়াটা উচিত হবে বলে মনে করিনি আমরা। বরং রাহানের সঙ্গে থেকে ও আরও শিখতে পারবে। তাই ওকে সহ-অধিনায়ক করা হয়েছে।’
আইপিএলে কেকেআরকে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে যাওয়া রাহানে এর আগে মুম্বাই ছাড়াও রাইজিং পুনে সুপারজায়ান্ট ও রাজস্থান রয়্যালসকে ২৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যে কারণে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আবারো শিরোপা জিততে চাইছে কেকেআর।
আইপিএলের গত নিলামে ২৩.৭৫ কোটি টাকায় ভেঙ্কটেশকে দলে ভেড়ায় কলকাতা। এরপর নানা সময় দলের অধিনায়কত্ব নিতে প্রস্তুত জানিয়ে আসছিলেন তিনি। যদিও তাকে চলতি আসরে সহ-অধিনায়ক করেছে কেকেআর।