প্রিমিয়ার লিগ থেকে বাংলাদেশ দলে ইশমা

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইশমা তানজিম

ইশমা তানজিম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে চলতি বছরের নারী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ নারী দল। মূল আসরে খেলতে হলে বাছাইপর্বের পরীক্ষা পার করতে হবে নিগার সুলতানা জ্যোতিদের। বাছাইপর্বে খেলার জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ইশমা তানজিম।

ওয়েস্ট ইন্ডিজ সফরে আশানুরূপ পারফরম্যান্স দিতে না পারায় গতকাল বুধবার ঘোষিত এই স্কোয়াডে বাদ পড়েছেন মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন এবং তাজ নেহার। আর পায়ের চোটের কারণে বাদ পড়েছেন লতা মন্ডল। তাদের জায়গায় স্কোয়াডে সুযোগ পেয়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা, ইশমা তানজিম এবং রিতু মনি। এদের মধ্যে জান্নাতুল-রিতু স্কোয়াডে ফিরলেও প্রথমবার ডাক পেয়েছেন ইশমা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন'স ক্রিকেট লিগে টপ-অর্ডারে সামর্থ্যের ঝলক দেখিয়ে দলে জায়গা করে নিয়েছেন ইশমা তানজিম।

বিজ্ঞাপন

সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে শেলটেক ক্রিকেট অ্যাকাডেমির অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে ৭ ইনিংসে দুই ফিফটিসহ ৪৮ গড়ে ৩৩৬ রান করেন ইশমা। সাত ম্যাচের প্রতিটিতে ২৫ রান করেন ২৮ বছর বয়সী ব্যাটার। তাতে কপাল খুলে তার। শেলটেকে ইশমার পাশাপাশি দুর্দান্ত ফর্মে ছিলেন সুমনা। বল হাতে ৮ ম্যাচে ২১ উইকেট নিয়ে ৭বছর পর আবারো জাতীয় দলে ডাক পেলেন তিনি। সর্বশেষ ২০১৮ সালে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।

সুমনার মতো প্রিমিয়ার লিগের ফর্ম দ্বারা দলে জায়গা ফিরিয়েছেন অলরাউন্ডার রিতু মনি। গুলশান ইয়ুথ ক্লাবের হয়ে মাঠে নামা রিতু বল হাতে ২১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৬১ তুলেছেন। পাকিস্তানে হতে যাওয়া বাছাই পর্বের উদ্দেশ্যে আগামী ৩ এপ্রিল লাহোরের উদ্দেশ্যে দেশ ছাড়বে মেয়েরা।

বিজ্ঞাপন

বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া, ফাহিম খাতুন, ফারিহা ইসলাম, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুফা আক্তার, রিতু মনি।