আইপিএল শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছে টিকেটের দাম

  • ফরহাদ শাকিব
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

২২ মার্চ পর্দা উঠতে যাচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় ঘরোয়া আসর ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল)। দিনকয়েক আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা রোহিত শর্মাদের নিয়ে তাইতো বাড়তি আগ্রহ থাকছে এবার। এরই ছাপ পড়েছে আইপিএলের টিকেটের দামেও। অন্যবারের তুলনায় চড়া দামে বিক্রি হচ্ছে চলতি আসরের টিকেট।

কলকাতার ঘরের মাঠ ইডেনে উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স খেলবে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। এই ম্যাচের টিকেট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে। শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, গতবার যেখানে এই স্টেডিয়ামে টিকেটের মূল্য ছিল বাংলাদেশি মুদ্রায় ১০০০ টাকা এ বছরের সেই টিকেটের দাম বেড়ে হয়েছে ১২৫৮ টাকা।

বিজ্ঞাপন

জানা গেছে, শুধু কলকাতায় নয় দাম বেড়েছে চেন্নাইয়ে হতে যাওয়া চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচেরও। ২৩ মার্চ হতে যাওয়া ম্যাচের টিকেট আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু না হলেও কালোবাজারে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। যেখানে লোয়ার স্ট্যান্ডের টিকেটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,১৯,৪২১ টাকায় বিক্রি হচ্ছে।

গত আসরগুলোতে সাধারণত আইপিএলের শুরু দিকের ম্যাচ গুলো টিআরপি কম থাকত। সব দল অন্তত একটি করে ম্যাচ খেলার পর উৎসাহ বাড়তে শুরু করে। টিকিটের চাহিদা তুঙ্গে ওঠে প্লে-অফ পর্বে। কিন্তু এ বারের আইপিএল নিয়ে শুরু থেকেই রয়েছে উন্মাদনা। তার কারণ, এ বারের প্রতিযোগিতা শুধু বিরাট কোহলি, রোহিত শর্মা বা মহেন্দ্র সিংহ ধোনির নয়। উৎসাহ থাকবে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, অক্ষর পটেলদের নিয়েও।

বিজ্ঞাপন

জনপ্রিয়তা বাড়ায় সামনের বছরগুলোতে আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব বাড়ার ইঙ্গিত দিয়েছেন আসরের চেয়ারম্যান অরুণ ধমল। তিনি জানান,‘ যদি গত ১৫ বছরে আইপিএলের উত্থান দেখি এবং কোনও আনুমানিক অঙ্ক বেছে নিই, তা হলে আমাদের প্রত্যাশা, আগামী ২০ বছরে আইপিএলের মিডিয়া স্বত্বের দাম ৪ লক্ষ কোটি টাকারও বেশি উঠবে।’