রূপগঞ্জ টাইগার্সকে উড়িয়ে দিল গুলশান
-
-
|

সংগৃহীত
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে আজ বৃহস্পতিবার রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে আসরে নতুন নাম লেখানো গুলশান ক্রিকেট ক্লাব। দারুণ এ জয়ে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে আছে দলটি।
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ২২৯ রানের লক্ষ্য তাড়ায় মাঠে নেমে ৪৬.৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় গুলশান।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ভালো করলেও ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি রূপগঞ্জ। দিলের হয়ে সর্বোচ্চ ১০৮ বলে ৮৮ রান করেন ওপেনিংয়ে নামা অমিত মজুমদার। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ (৩৫) রানের ইনিংস খেলেন আরিফুল হক। আর অধিনায়ক আল আমিন জুনিয়র করেন ২৮ রান। বাকিরা দলীয় সংগ্রহ বাড়াতে ব্যর্থতা হওয়ায় ৯ উইকেট হারিয়ে ২২৮ রানে থামে তারা। গুলশানের হয়ে সর্বোচ্চ ৪ টি উইকেট তুলে নেন আসাদুজ্জামান পায়েল। আর ৩টি উইকেট নেন নাহিদউজ্জামান।
জবাবে ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে নামা জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের জুটিতে ভালো সংগ্রহ তুলে গুলশান। ১৪.১ ওভারে ৪০ রান করে তামিম আউট হলে মাঠে নামা খালিদ হাসান দলীয় সংগ্রহ করে বাড়াতে থাকেন। তাতে ২৫.২ ওভারে জাওয়াদ খান আউট হওয়ার আগে ১৩৩ রান তুলে দলটি। ৭৫ বলে ৬৭ রানের ইনিংস খেলেন জাওয়াদ। শেষের দিকে ইফতিখার হোসেন ইফতির অপরাজিত ২৫ রানে ভর করে মাত্র ৪ উইকেট জয়ের বন্দরে নোঙর করে তারা। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন মাহমুদুল হাসান।
সংক্ষিপ্ত স্কোর :
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব :৩৫০ ওভারে ২২৮/৯ ( অমিত ৮৮.আরিফুল ৪০; পায়েল ৫৩/৪,নাহিদ ৪৫/৩)
গুলশান ক্রিকেট ক্লাব: ৪৬.৫ ওভারে ২৩২/৪ (জাওয়াদ ৬৭, তামিম ৪০, ইফতি ২৫*; মাহমুদুল ৪৭/৩)
ফল : গুলশান ক্রিকেট ক্লাব ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : আসাদুজ্জামান পায়েল