অধিনায়কত্ব করবেন না রাহুল, দিল্লির অধিনায়ক অক্ষর
-
-
|

অক্ষর প্যাটেল
ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের( আইপিএল) এবারের আসর শুরু ২২ মার্চ। এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কে হবেন তা ছিল জল্পনা কল্পনা। অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে লোকেশ রাহুল। তবে রাহুল অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তার পরে অধিনায়ক হওয়ার যোগ্য দাবিদার ছিলেন অক্ষর প্যাটেল। সেই অক্ষরই দেবেন এবারের আসরের দিল্লির নেতৃত্ব।
২০১৯ সাল থেকেই দিল্লির হয়ে নিয়মিত খেলছেন এই অলরাউন্ডার। গত নভেম্বরে ১৬.৫০ কোটি রূপিতে অক্ষরকে দলে ভিড়িয়েছিল দিল্লি। যদিও অধিনায়ক হিসেবে তার অভিজ্ঞতা খুব বেশি না। এ বছরের জানুয়ারিতে ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছিল তাকে।
গত আসরে দিল্লিকে মাত্র এক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন অক্ষর। নিয়মিত অধিনায়ক ঋষভ পান্ত স্লো ওভার রেটের কারণে এক ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন। সে ম্যাচে প্লে-অফে উঠতে জয়ের বিকল্প ছিল না দিল্লির। কিন্তু রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে সে ম্যাচে জিততে পারেনি অক্ষরের দিল্লি ক্যাপিটালস।
এবারের আসরে অক্ষরই দিল্লির সবচেয়ে দামি ক্রিকেটার। দিল্লির হয়ে মোট ৬ আসর খেলেছেন ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার। গত বছর দিল্লির হয়ে প্রায় ৩০ গড়ে করেছিলেন ২৩৫ রান। বল হাতে ৭.৬৫ ইকোনোমি রেটে নিয়েছিলেন ১১ উইকেট।