আবারও টস হারলেন রোহিত,ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আবারও টসে হারলেন রোহিত শর্মা। এ নিয়ে এটি তার টানা ১২ টস হার। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

এ ম্যাচেও চার স্পিনার নিয়ে খেলছে ভারত। দলে কোনো পরিবর্তন আনেনি ভারত। তবে চোটের কারণে ‍ নিউজিল্যান্ড  একাদশ থেকে ছিটকে গেছেন আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বোলার ম্যাট হেনরি। তার পরিবর্তে কিউই শিরিবে ফিরেছেন নাথান স্মিথ। 

বিজ্ঞাপন

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, উইলিয়াম ওরুরকে, নাথান স্মিথ ও কাইল জেমিসন।

বিজ্ঞাপন