জানা গেল হামজার বাংলাদেশে আসার দিনক্ষণ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরি। কথা ছিল একবারে ইংল্যান্ড থেকে ভারতে দলের সঙ্গে যোগ দেবেন হামজা। তবে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন হামজা। সরাসরি বাংলাদেশে আসবেন এই ফুটবলার।

শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা ইংল্যান্ড থেকে সরাসরি সিলেট এসে পৌঁছাবেন ১৭ মার্চ সকালে। তার পৈতৃক নিবাস হবিগঞ্জে একদিন কাটিয়ে পরদিন ঢাকায় বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন এ ফুটবলার। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

বিজ্ঞাপন

এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল দুপুরে বাংলাদেশ দল সৌদি আরব রওনা হবে। সৌদি রওনা হওয়ার আগে আজ দুপুরে বাফুফে সভাপতি কোচ ও ম্যানেজারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ক্যাম্প শেষে ১৭ মার্চ রাতে বাংলাদেশে ফিরবেন ফুটবলাররা। এ সময়ের মাঝে সুদানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে বাফুফের।