চলে গেলেন সবচেয়ে বয়স্ক টেস্ট খেলোয়াড় রন ড্রেপার

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রন ড্রেপার

রন ড্রেপার

পৃথিবীর মায়া ত্যাগ করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক টেস্টে খেলোয়াড় রন ড্রেপার। গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার নিজ বাড়িতে ৯৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ের জামাই নিল টমসন।

তার মৃত্যুতে শোক জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। ১৯৫০ সালে প্রোটিয়াদের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলেছিলেন রন। জাতীয় দলের জার্সিতে সেটাই ছিল তার প্রথম এবং শেষ সিরিজ। এমনিতে তিনি খেলতেন টপ অর্ডারে। তবে দলের প্রয়োজনে কখনও উইকেট রক্ষকও হয়েছেন আবার কখনও নিচের দিকেও ব্যাট করেছেন তিনি। ১৯৫০ সালের পরে জাতীয় দলে খেলাস সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেছেন ১৯৫৯-৬০ মৌসুম পর্যন্ত। প্রোটিয়াদের ঘরোয়া ক্রিকেটে বেশ সফল ছিলেন রন। তার গড় রান ছিল একচল্লিশের উপর।

বিজ্ঞাপন

রনের মৃত্যুতে এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী টেস্ট খেলোয়াড় হলেন ১৯৫০ সালের সেই সিরিজে অজিদের হয়ে মাঠে নামা ৯৬ বছর বয়সী নিল হার্ভে। অবশ্য রনের আগে প্রবীণতম টেস্ট ক্রিকেটারদের দু’জনই ছিলেন দক্ষিণ আফ্রিকার। ২০১৬ সালে ১০৩ বছর বয়সে মারা যান নর্মান গর্ডন। ২০২১ সালে ৯৮ বছর বয়সে মারা যান জন ওয়াটকিন্স।

১৯২৬-এর ২৪ ডিসেম্বর জন্ম রনের। ১৯ বছর বয়সে ইস্টার্ন প্রভিন্সের হয়ে অরেঞ্জ ফ্রি স্টেটের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। ১৯৪৯-৫০ মৌসুমে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে ৮৬ রান করার পর সিনিয়র দলে সুযোগ পান। তবে সেখানে তিন ইনিংসে মাত্র ২৫ রান করেছিলেন তিনি। অন্য দিকে, হার্ভে দু’টি ম্যাচেই শতরান করেছিলেন।

বিজ্ঞাপন