সেঞ্চুরির রেকর্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ব্যাটারদের দাপট থাকবে এটা আগে থেকেই অনুমান করা হচ্ছিল। আর সে অনুমানকে বাস্তবে রূপ দিয়েছে টুর্নামেন্টের প্রথম চার ম্যাচ। প্রথম চার ম্যাচে সেঞ্চুরি এসেছে মোট ৭ টি। যা আইসিসি আয়োজিত কোনো ওয়ানডে টুর্নামেন্টে প্রথম চার ম্যাচে সর্বোচ্চ।

আইসিসি আয়োজিত কোনো ওয়ানডে টুর্নামেন্টে এর আগে প্রথম চার ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরি ছিল ৫টি। ২০০৩ ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে প্রথম চার ম্যাচে ৫ সেঞ্চরি দেখেছিল বিশ্ব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্য এর আগের সংখ্যাটা অবশ্য আরও কম। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম চার ম্যাচে সেঞ্চুরি হয়েছিল ৪টি।

বিজ্ঞাপন

এবারের আসরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির খাতা খুলেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটার উইল ইয়াং। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ইয়াংয়ের পাশাপাশি সেঞ্চুরি পেয়েছিলেন তার সতীর্থ টম ল্যাথামও। আসরের দ্বিতীয় ম্যাচেও হয়েছে দুই সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে তাওহীদ হৃদয়ের সেঞ্চুরির পর ভারতের হয়ে শুভমান গিল খেলেছেন ম্যাচজয়ী ১০১ রানের ইনিংস। এরপর আফগানিস্তানের বিপেক্ষে রায়ান রিকেলটনের সেঞ্চুরি ও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে ইংলিশ ব্যাটার বেন ডাকেট ও অজি ব্যাটার জশ ইংলিস তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি।

তবে শুধু চার ম্যাচের রেকর্ড না। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর ভাঙতে চলেছে টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে হওয়া সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক আসরে মোট সেঞ্চুরি হয়েছিল ১০টি। ২০০২ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১০টি করে সেঞ্চুরি দেখেছিল ক্রিকেট বিশ্ব।

বিজ্ঞাপন

এবারের আসরে চার ম্যাচেই সেঞ্চুরি হয়েছে ৭টি। এখনও বাকি আছে টুর্নামেন্টের আরও ১১ ম্যাচ। তাই এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড যে ভাঙতে যাচ্ছে এবারের আসর তা বলাই যায়।