ডিপিএল থেকে নাম প্রত্যাহার করলেন সাকিব

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার জন্য নাম অর্ন্তভুক্ত করেছিলেন সাকিব আল হাসান। আসছে মৌসুমে এই ক্লাবটির হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু তেমন খবরের একদিন না যেতেই পাল্টে গেল দৃশ্যপট। আজ রোববার জানা গেল গেল সাকিব নিজেই অনুরোধ করেছেন দলবদল না করাতে তাকে।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) এ নিয়ে চিঠিও দিয়েছে রূপগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবটির একজন কর্মকর্তা জানালেন-দলবদলের তালিকা থেকে নিজের নাম সরাতে অনুরোধ জানিয়েছে সাকিব নিজেই।

বিজ্ঞাপন

আগামী ৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া ডিপিএলকে সামনে রেখে দল বদল শুরু হয়েছে ক্লাবগুলোতে। সেখানে গতকাল লিজেন্ড অব রুপগঞ্জের হয়ে খেলতে চেয়েছিলেন সাকিব। গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাবটির কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু বলেন, ‘আপনারা সবাই জানেন গতকাল সাকিব আল হাসানকে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলার জন্য দলবদল প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আজ সাকিবের সাথে আমাদের কথা হয়েছে উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে উনার দলবদলটা আপাতত স্থগিত রাখার জন্য। তিনি আমাদের কাছে অনুরোধ করেছেন যেনো আমরা তার নাম দলবদলের তালিকা থেকে সরিয়ে ফেলি।’

তরিকুল ইসলাম টিটু আরও বলেন, ‘সেই অনুরোধটি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) জানিয়ে দিয়েছি। আমরা তার প্রতি যথাযথ সম্মান রেখেই তার আবেদনটি সিসিডিএমকে জমা দিয়েছি। উনি জানিয়েছেন যখন দেশে আসবেন তখন যদি আমাদের পক্ষ হয়ে খেলতে চায় তাহলে আমরা আবারো তাকে দলভুক্ত করব।’

বিজ্ঞাপন

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এখনো দেশে ফেরেননি সাকিব। গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চেয়েছিলেন। সেই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা করেছিলেন তিনি। তবে নিরাপত্তা শঙ্কার কারণে সেটি সম্ভব হয়নি। এরপর ভারতের বিপক্ষে কানপুর টেস্ট খেললেও এরপর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে।