ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোহাম্মদ রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ান

বহু কাংখিত ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াল। চির প্রতিদ্বন্দ্বীর এই লড়াইয়ে টস ভাগ্য থাকল পাকিস্তানের পক্ষে। মোহাম্মদ রিজওয়ান টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। বল হাতে রোহিত শর্মার দল।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ পাকিস্তানের। আগের ম্যাচ হারায় চাপে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিকরা। তবে এক জয়ে স্বস্তিতে রোহিতের দল। আজ পাকিস্তানকে হারাতে পারলে প্রায় খুলে যাবে সেমিফাইনালের দরজা।

বিজ্ঞাপন

আসরের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানের ব্যবধানে হেরেছিল পাকিস্তান। যে কারণে আজকের ম্যাচটা এক প্রকার বাঁচা-মরার লড়াই তাদের সামনে। অন্যদিকে প্রথম ম্যাচে ৬ উইকেটে বাংলাদেশকে হারিয়ে শুরুটা দারুণভাবে করেছে ভারত। যে কারণে কোনো বাড়তি চাপ ছাড়াই মাঠে নামবে তারা। অবশ্য এ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরের শিরোপা হাতছাড়া করার বদলা নিতে চাইবে রোহিত শর্মারা।

ভারতের কাছে বারবার হারলেও ওয়ানডেতে ভারতের চেয়ে এগিয়ে আছে পাকিস্তান। ওয়ানডেতে ১৩৫ ম্যাচে তারা জিতেছে ৭৩ ম্যাচ আর ভারত জিতেছে ৫৭ ম্যাচ। পাঁচ ম্যাচে কোন ফলাফল হয়নি। তবে দ্বিপাক্ষিক সিরিজে এগিয়ে থাকলেও আইসিসি আসরে ভারতের চেয়ে অনেক পিছিয়ে পাকিস্তান।

বিজ্ঞাপন

ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে দুই দলের দেখা হয়েছে ১৩বার। এরমধ্যে ১০ বারই জিতেছে ভারত, পাকিস্তান জিতেছে মাত্র তিনবার, তাও আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই আসরে ভারতের জয় দুইবার।

এই  ম্যাচে পাকিস্তান এক বড় পরিবর্তন নিয়ে নামছে। নিউজিল্যান্ড ম্যাচে চোট পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটকে গিয়েছেন ফখর জামান। তার পরিবর্তে একাদশে ফিরেছেন আরেক ওপেনার ইমাম উল হক। আরা ভারত তাদের একাদশে কোন পরিবর্তন ছাড়াই খেলতে নেমেছে।

পাকিস্তানের একাদশ:

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান, বাবর আজম, ইমাম উল হক,তাইয়েব তাহির, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল (সহ-অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা।