বুমরাহকে মুক্তি দিয়ে লজ্জার রেকর্ড শামির

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোহাম্মদ শামি

মোহাম্মদ শামি

বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট দিয়ে আসর শুরু করে নিজের প্রত্যাবর্তনটা রাঙিয়ে রেখেছিলেন মোহাম্মদ শামি। তবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে শামি শুরু করলেন একদম নিজের স্বভারের বাইরে গিয়ে। প্রথম ইনিংসের প্রথম ওভার বল করতে এসে শামি মোট বল করেছেন ১১ টি!

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ভারতীয় বোলারের সবথেকে দীর্ঘ ওভার করার রেকর্ড ছিল জশপ্রীত বুমরাহর। ২০১৭ সালে এই একই প্রতিপক্ষের বিপক্ষে ফাইনালে এক ওভার শেষ করতে ৯ টি বল করতে হয়েছিল তাকে। তবে বুমরাকে মুক্তি দিয়ে এখন ভারতীয় বোলাদের মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবথেকে বেশি বলের লজ্জার রেকর্ড নিজের করে নিলেন শামি।

বিজ্ঞাপন

তবে শামি যে কেবল বুমরার রেকর্ড ভেঙেছেন এমন নয়। এর আগে এক ওভারে দুটির বেশি ওয়াইড বল করতে কখনও দেখা যায়নি শামি। সেই শামি বাবর আজম ও ইমাম উল হকের বিরুদ্ধে ৫ টা বল ওয়াইড করেছেন।

তবে এ ম্যাচে লজ্জাজনক রেকর্ড দিয়ে শুরু করলেও এর আগের ম্যাচে শামি গড়েছিলেন অনন্য এক রেকর্ড। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়েছিলেন ৫ উইকেট। সে ম্যাচে বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন ৩৪ বছর বয়সী এ পেসার।

বিজ্ঞাপন