ভারতের বিপক্ষে কেমন দল সাজাবে পাকিস্তান?

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে আজ রোববার ভারতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান। ফর্মে তুঙ্গে থাকা ভারতের বিপক্ষে মাঠে নামার আগে অফফর্মে থাকা বাবর আজমদের ওপর ভরসা রাখছেন পাকিস্তানে কোচ আকিব জাভেদ। তার মতে দলের পেসাররা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল ৩টায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তানের দ্বৈরথ। মাঠে নামার আগে দুবাইয়ের মাটিতে পেসনির্ভর বোলিং আক্রমণের কথা জানিয়ে আকিব বলেন, ‘প্রত্যেকটা দলই নিজেদের শক্তির ওপর নির্ভর করে ম্যাচ খেলে। আমাদের শক্তি পেস বোলিং। ১৯৯০ দশকের কথা মনে পড়ছে, আর ভারতের বিপক্ষে খেলা সব সময়ই বিশেষ। ভারত-পাকিস্তান ম্যাচে সবসময়ই আলাদারকমের উন্মাদনা থাকে। এই ম্যাচ থেকেই দলের নতুন ক্রিকেটারদের উঠে আসার সুযোগ থাকে।’

বিজ্ঞাপন

এ সময় তিনি আরো বলেন,‘ ক্রিকেটারদের জন্য এমন ম্যাচ খেলতে পারাও গর্বের, তবে একইসঙ্গে পেশাও বটে। আপনি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। কখনও জিতবেন, কখনওবা ফল পক্ষে আসবে না। যেকোনো এক দলকে হারতেই হবে। তাই এটি কেন এত বড় বিষয় হচ্ছে? কেন এত চাপ? প্রতিটি ম্যাচই ভিন্ন।’

এ ম্যাচে আলাদা উন্মাদনা কাজ করে জানিয়ে আকিব বলেন, ‘পাকিস্তান-ভারত ম্যাচে উন্মাদনা উঁচুতেই থাকবে। এটাই এই লড়াইয়ের সৌন্দর্য্য। ভালো-খারাপ পারফরম্যান্স অনুযায়ী দর্শকরা আচরণ করবে, একইভাবে নিজেদের দর্শকও বিপক্ষে চলে যেতে পারে। তাই ক্রিকেটার হিসেবে কেবল খেলাতেই মনোযোগটা থাকা উচিৎ।’

বিজ্ঞাপন