ভারত-বাংলাদেশ ম্যাচে পাকিস্তানের আপত্তি

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে নিজেদের লোগো না থাকা নিয়ে বেজায় চটেছে স্বাগতিক পাকিস্তান। এর আগে ভারত নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম রাখবে না বলে জানালেও শেষপর্যন্ত আইসিসির নির্দেশে তারা পাকিস্তানের নাম রাখতে বাধ্য হয়েছিল। আর এবার নিজেদের নাম থাকা নিয়ে সোজা আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছেন মহসিন নাকভীরা।

দুবাইতে গতকাল ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আর সেই ম্যাচেই বাঁধে বিপত্তি। আইসিসির ইভেন্টগুলোতে সাধারণত টুর্নামেন্টের লোগোর সঙ্গে আয়োজক দেশের নামও স্ক্রিনের এক কোণায় প্রদর্শন করা হয়। তেমনটা খেলোয়াড়দের জার্সিতে থাকে। কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচে আইসিসি ও চ্যাম্পিয়ন্স ট্রফির সম্মিলিত লোগোর নিচে ছিল পাকিস্তানের নামটি। যা নিয়ে আপত্তি জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। ব্যাখ্যা চেয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে তারা।

বিজ্ঞাপন

চিটির জবাবে আনুষ্ঠানিকভাবে আইসসি পিসিবিকে জানিয়েছে এটি প্রাথমিক প্রযুক্তিগত ত্রুটি কিন্তু এই ব্যাখ্যায় পিসিবি সন্তুষ্ট হয়নি। সাধারণত গ্রাফিক্স ও লাইভ আইসিসি ফিডে আগেই সরবরাহ করা হয়। যেখানে পাকিস্তানের নাম টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের লোগোতে ছিল সেই নাম কেনো ভারত-বাংলাদেশ ম্যাচে ছিল না তা অবাক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্টের শুরু থেকেই বিতর্ক লেগেছিল। প্রথমে এককভাবে আয়োজন করতে চাইলেও ভারতের আপত্তিতে দুবাইকে সঙ্গে নিয়ে হাইব্রিড মডেলে আয়োজন করে পাকিস্তান। তাতে ফাইনালে না পৌঁছালে কোনো ম্যাচ খেলার জন্য পাকিস্তানে যেতে হবে না ভারতকে। বিপরীতে আগামী তিন বছর আইসিসির কোনো ইভেন্টে অংশ নিতে ভারতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানও।

বিজ্ঞাপন