আইসিসির শাস্তির মুখে পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ধীরগতির বল করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) শাস্তির মুখোমুখি হয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের পরে এক ওভার বাকি থাকায় এ শাস্তির মুখে পড়তে হয়েছে স্বাগতিক পাকিস্তানকে।

ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্বাভাবিকের চেয়ে ধীর গতিতে বল করেছে পাকিস্তান। নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও একটি ওভার বাকি ছিল মোহাম্মদ রিজওয়ানদের। মাঠের দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো এবং শরফুদ্দৌলা, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার আলেক্স হোয়ার্ফ অভিযোগ এনেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফ্ট এই শাস্তি দিয়েছেন।

বিজ্ঞাপন

শাস্তি হিসেবে ক্রিকেটারদের পাঁচ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে তাদের। আর অধিনায়ক রিজওয়ান এই শাস্তি মেনে নেওয়ায়র ফলে আর কোন শুনানির প্রয়োজন নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পর কিউয়িদের কাছে হারের পর রিজওয়ান বলেন,‘বড় রানের লক্ষ্য দিয়েছিল ওরা। আমরা ভাবিনি এত রান তাড়া করতে হবে। ভেবেছিলাম ২৬০ রানের মধ্যে আটকে রাখতে পারব। নিজেদের সেরাটাই দিয়েছি আমরা। সব পরিকল্পনা কাজে লাগিয়েছি। কিন্তু ওরা খুব ভাল খেলেছে।’

প্রথম ম্যাচে হারার পর পাকিস্তানের খেলোয়াড়দের মনোবল এখন তলানিতে গিয়ে ঠেকছে- সেটা সহজেই অনুমেয়। যদিও দেশটির সাবেক ক্রিকেট তারকারা দলকে সমানে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। আগামীকাল রোববার ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল তিসটায় শুরু হবে ম্যাচটি।

বিজ্ঞাপন