আমরা চাইলে এখনও ভালো করতে পারি

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাকের আলী

জাকের আলী

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের বড় হার দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। সেখানে হারের পর দেওয়ালে পিঠ ঠেকে গেছে শান্তদের। নিজেদের পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে সেমির টিকেট নিশ্চিতে সেই ম্যাচগুলোতে জেতার লক্ষ্য নিয়ে খেলতে নামবে বাংলাদেশ- এমনটাই প্রত্যাশা করছেন টাইগার ব্যাটার জাকের আলী।

ভারতের বিপক্ষে হারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওই ম্যাচে তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি বেঁধে ১৫৮ রানের পার্টনারশিপ গড়া জাকের আলী। তিনি জানান,‘ অবশ্যই, আমাদের এখনও ফিরে আসার সুযোগ আছে। ভারতের বিপক্ষে যেভাবে দল একটি কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে, সেখান থেকে আমরা অনেক ইতিবাচক বিষয় শিখতে পারি। যদি আমরা আমাদের পরবর্তী ম্যাচগুলিতে সবকিছু সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এখনও সেমিতে পা রাখার একটি সুযোগ আছে।’

বিজ্ঞাপন

এ সময় ভারতের বিপক্ষে হার নিয়ে তিনি বলেন,‘এটা খুব হতাশাজনক! প্রথমে আমাদের জন্য এটি খুবই কঠিন পরিস্থিতি ছিল। আমরা পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার আগে আমাদের দলে অর্ধেক খেলোয়াড় হারিয়ে ফেলি। তারপর আমরা একটি সম্মানজনক স্কোর অর্জন করার চেষ্টা করেছি। মাঝের সময়টা সত্যিই ভালো ছিল, কিন্তু আমরা ভালোভাবে শেষ করতে পারিনি। তবে আমরা একটি ভালো সমাপ্তির কাছে পৌঁছেছিলাম।’

২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমিতে যেতে হলে এই দুই ম্যাচে জয় তুলে নেয়ার কোনো বিকল্প নেই টাইগারদের।

বিজ্ঞাপন