লজ্জার রেকর্ডের শীর্ষ দুইয়ে মাশরাফির সঙ্গে মুশফিক

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

সোনালি সময় পেরিয়ে এখন ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দাঁড়িয়ে মুশফিকুর রহিম। এক সময় যার ব্যাট থেকে নজরকাড়া সব শট আসতো এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে শূন্য রানে ফেরার মাঝেই গড়েছেন লজ্জার রেকর্ড। প্রথম বলে আউট হওয়ার লজ্জার রেকর্ডে মাশরাফির পরে স্থান করে নিয়েছেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারতের বিপক্ষে ম্যাচে তানজিদ হাসানের বিদায়ের পরে মাঠে নামা মুশফিকুর রহিম মাত্র এক বল খেলেই সাজঘরে ফেরেন। তাতে আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে এখন যৌথভাবে দুইয়ে আছেন মুশফিক। অক্ষর প্যাটেলের বলে কিপারকে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হয়ে তিনি স্পর্শ করেন শূন্য রানে আউটের শীর্ষে থাকা মাশরাফি বিন মুর্তজাকে। দুজনই শূন্য রানে মাঠ ছেড়েছেন ৩৩ ম্যাচে।

বিজ্ঞাপন

টাইগারদের শূন্য রানে আউট হওয়ার তালিকায় সবার উপরে আছেন তামিম ইকবাল। তিন সংস্করণ মিলিয়ে ৩৬ বার শূন্যতে ফেরার তেতো স্বাদ পেয়েছেন দেশের সফলতম এই ওপেনার। তার আগে রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। ৩১ বার শূন্যতে ফিরেছেন তিনি। সাকিব আল হাসান রান না করেই আউট হয়েছেন মোট ২৭ ইনিংসে।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ড নিজের করে রেখেছেন মুত্তিয়া মুরালিধরনের। তিন সংস্করণ মিলিয়ে মোট ৫৯ বার শূন্যতে মাঠ ছেড়েছেন শ্রীলঙ্কার এই স্পিন কিংবদন্তি। দুইয়ে থাকা কোর্টনি ওয়ালশ ৫৪ বার। ৫৩ বার শূন্যে ফেরার অভিজ্ঞতা পেয়ে তিনে সানাৎ জয়াসুরিয়া

বিজ্ঞাপন