পাকিস্তান ক্রিকেট নিয়ে শঙ্কিত জেলবন্দী ইমরান

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইমরান খান

ইমরান খান

চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে লম্বা সময়ের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কোনো ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়ে খুশি ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সেই খুশিকে ম্লান করে দিয়ে সবার আগে আসর থেকে ছিটকে পড়লেন মোহাম্মদ রিজওয়ানরা। আর দলের এমন ভরাডুবির পর দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান।

ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া ইমরান খান জেলে অন্তরীণ থাকলেও ভুলে যাননি পাকিস্তানের খেলার কথা। কারাগারেই বসে খেলা দেখলেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে তাকে। ভারতের কাছে হেরে আসরের আয়োজকরা সবার আগে বাদ পড়ায় দুঃখ প্রকাশ করেছেন ইমরান।

বিজ্ঞাপন

রাওয়ালপিন্ডির আডিলা কারাগারে ইমরানের সঙ্গে দেখা করার পর তার বোন আলেমা খান জানান, ‘ভারতের বিপক্ষে পাকিস্তানের হারে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান দুঃখপ্রকাশ করেছেন।’

পাশাপাশি দলের এমন ব্যর্থতার পর ইমরান খান পিসিবির কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন বলে জানান তিনি। ইমরান বলেছেন,‘যখন জনপ্রিয় মানুষদের সিদ্ধান্ত গ্রহণের আসনে বসানো হবে, তখন ক্রিকেট পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে।’

বিজ্ঞাপন

পিসিবির সাবেক সভাপতি নাজিম শেঠি পাকিস্তানের ক্রিকেট ধ্বংসের জন্য ইমরান খানকে দায়ী করেছেন। যেখানে ইমরান এই দোষ চাপিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট মহসি নাকভীর ওপর। ভারতের বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নাজিম লিখেছেন,‘পাকিস্তান ক্রিকেটের পতন শুরু হয় ২০১৯ সালে, যখন নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে পিসিবির নতুন কমিটি দায়িত্ব নেয়। তারা পাকিস্তানের দীর্ঘদিন ধরে খেলে আসা ঘরোয়া ক্রিকেট কাঠামো পরিবর্তন করে এবং পরিবর্তে অস্ট্রেলিয়ান হাইব্রিড মডেল চালু করা হয়।’

তিনি আরো লেখেন,‘ সে সময় রাজনৈতিক হস্তক্ষেপ অব্যাহত ছিল। অসামঞ্জস্য নীতিমালা পিসিবির জন্য সাধারণ হয়ে উঠে। পাশাপাশি আগের বোর্ড যেসব বিদেশি কোচ নিয়োগ করেছিল তাদের ফেরত পাঠানো হয়েছিল। আর সংস্কারের নামে নির্বাচকদের এলোমেলোভাবে নিয়োগ করা হয়েছিল। আর পুরোনো অবহেলিত খেলোয়াড়দের মেন্টর ও ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া- সবমিলিয়ে দেশের ক্রিকেটের দুর্দশা শুরু হয় তখন। আর তারই ভয়ংকর ফলাফল আমাদের সামনে এসেছে।’

২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত পিসিবিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন নাজিম শেঠি।