ইব্রাহিমের রেকর্ড গড়া সেঞ্চুরিতে রেকর্ড রান আফগানিস্তানের

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইব্রাহিম জাদরান

ইব্রাহিম জাদরান

রীতিমতো বিস্ময়কর এক ইনিংস। অবশ্য ইব্রাহিম জাদরান এমনই, বিস্ময় জন্ম দেওয়াতে দারুণ দক্ষ! যেদিন খেলেন ইতিহাস গড়ে তবেই মাঠ ছাড়েন। এর আগে ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরিটি এসেছে তার ব্যাটে। আজ আরও বড় কীর্তি গড়লেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেললেন তিনি।

১৭৭ রানের ইনিংস খেললেন ইব্রাহিম জাদরান। তার ইনিংসেই রেকর্ড গড়ল আফগানিস্তানও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ বি’র ডু অর ডাই ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে তারা তুলল ৭ উইকেটে ৫০ ওভারে তুলল ৩২৫ রান। ওয়ানডে ইতিহাসে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের সংগ্রহ আফগানিস্তানের।

বিজ্ঞাপন

পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাট করতে নেমে ইংলিশদের বিপক্ষে রেকর্ড গড়া পুঁজি সংগ্রহ করে আফগানরা। যদিও শুরুটা ভালো করতে পারেননি মোহাম্মদ নবিরা। মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারায় তারা। ব্যাটারদের সাজে ঘরে ফেরার ব্যস্ততা বাড়লেও দলের রানের খাতা শেষ পর্যন্ত টেনে নিয়ে যান ইব্রাহিম জাদরান।

অপর প্রান্তে তাকে সঙ্গ দিতে থাকা অধিনায়ক হাশমতউল্লাহ শহিদিকে সঙ্গে নিয়ে রানের ব্যবধান বাড়াতে থাকে জাদরান। তবে ২৯ ওভারে রিভার্স সুইপ করতে গিয়ে রশিদের বলে বোল্ড হন হাশমতউল্লাহ। ৬৭ বলে ৪০ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি।

বিজ্ঞাপন

মাঠে নামা আজমতউল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে রানে গতি দিতে থাকেন দুইয়ে নামা জাদরান। আর তাকে সমানতালে সঙ্গ দিতে থাকেন ওমরজাই। ৩৯তম ওভারে মিডউইকেটে সুইপ করতে গিয়ে বদলি নামা ব্যান্টনের হাতে তালুবন্দি হন ৩১ বলে ৪১ রান করা ওমরজাই।

৪৯তম ওভার পরে আউট হন দলকে ৩৭ থেকে ৩২৩ রানে টেনে নেওয়া ইব্রাহিম জাদরান। ১০৬ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি করা জাদরান খেলেন ১৪৬ বলে ১৭৭ রানের জড়ো ইনিংস। দারুণ এ ইনিংস দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডেতে সবোর্চ্চ ব্যাক্তিগত রানের রেকর্ডটিও নিজের করে নেন তিনি।

চারদিন আগে ১৬৫ রানের ইনিংস খেলে শীর্ষে উঠেছিলেন ইংল্যান্ডের বেন ডাকেট। এবার তাকে টপকে শীর্ষে উঠে গেলেন ২৩ বছর বয়সী এ আফগান ব্যাটার। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করে আফগানরা।

ইংলিশদের হয়ে জোফরা আর্চ ৩টি, লিয়াম লিভিংস্টোন ২টি এবং ১ টি করে উইকেট নেন আদিল রশিদ ও জেমি ওভারটন।