ইংল্যান্ডকে বিদায় করে স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্দান্ত এক জয় আফগানিস্তানের

দুর্দান্ত এক জয় আফগানিস্তানের

দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল দুই দলেরই। সেমি-ফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া অন্য কোন পথও খোলা ছিল না। এই যখন সমীকরণ তখন আফগানিস্তানের রান পাহাড় টপকে জিততে পারল না ইংল্যান্ড। শেষ দিকে রোমাঞ্চ ছড়ালেও ইংলিশদের হতাশ করে ইব্রাহিম জারদানের ম্যাচে হাশমতউল্লাহ শাহিদির দল ৮ রানে জিতে টিকে থাকল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে ওঠার লড়াইয়ে। 

আজ পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে আফগানরা তুলে ৭ উইকেটে ৫০ ওভারে তুলল ৩২৫ রান। ব্যাট হাতে ম্যাজিক দেখান ইব্রাহিম জারদান। খেলেন ১৭৭ রানের রেকর্ড গড়া ইনিংস। কিন্তু জবাব দিতে নেমে আর বেশি কৌশলী ক্রিকেট খেলল ইংল্যান্ড। জারদানের জবাবে জোট রুট। তার সেঞ্চুরির পরও শেষ রক্ষা হয়নি। ৪৯.৫ ওভারে ৩১৭ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।

যদিও লড়াইটা বেশ জমিয়ে তুলেছিল দুই দল। ইংলিশ লড়েছেন জো রুট। ১২০ করে ফেরেন তিনি। যদিও অন্যরা তাকে তেমন একটা সঙ্গ দিতে পারেন নি। তাইতো শেষ হাসি আফগানদের। 

এদিন রীতিমতো বিস্ময়কর এক ইনিংস খেলেন ইব্রাহিম জারদান। তিনি এমনই বিস্ময় জন্ম দেওয়াতে দারুণ দক্ষ! যেদিন খেলেন ইতিহাস গড়ে তবেই মাঠ ছাড়েন। এর আগে ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরিটি এসেছে তার ব্যাটে। আজ আরও বড় কীর্তি গড়লেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেললেন তিনি।

১৭৭ রানের ইনিংস খেললেন ইব্রাহিম জাদরান। তার ইনিংসেই রেকর্ড গড়ল আফগানিস্তানও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ বি’র ডু অর ডাই ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে তারা তুলল ৭ উইকেটে ৫০ ওভারে তুলল ৩২৫ রান। ওয়ানডে ইতিহাসে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের সংগ্রহ আফগানিস্তানের।

পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ যদিও শুরুটা ভালো করতে পারেননি মোহাম্মদ নবিরা। মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারায় তারা। ব্যাটারদের সাজে ঘরে ফেরার ব্যস্ততা বাড়লেও দলের রানের খাতা শেষ পর্যন্ত টেনে নিয়ে যান ইব্রাহিম জাদরান।

অপর প্রান্তে তাকে সঙ্গ দিতে থাকা অধিনায়ক হাশমতউল্লাহ শহিদিকে সঙ্গে নিয়ে রানের ব্যবধান বাড়াতে থাকে জাদরান। তবে ২৯ ওভারে রিভার্স সুইপ করতে গিয়ে রশিদের বলে বোল্ড হন হাশমতউল্লাহ। ৬৭ বলে ৪০ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি।

মাঠে নামা আজমতউল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে রানে গতি দিতে থাকেন দুইয়ে নামা জাদরান। আর তাকে সমানতালে সঙ্গ দিতে থাকেন ওমরজাই। ৩৯তম ওভারে মিডউইকেটে সুইপ করতে গিয়ে বদলি নামা ব্যান্টনের হাতে তালুবন্দি হন ৩১ বলে ৪১ রান করা ওমরজাই।

৪৯তম ওভার পরে আউট হন দলকে ৩৭ থেকে ৩২৩ রানে টেনে নেওয়া ইব্রাহিম জাদরান। ১০৬ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি করা জাদরান খেলেন ১৪৬ বলে ১৭৭ রানের জড়ো ইনিংস। দারুণ এ ইনিংস দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডেতে সবোর্চ্চ ব্যাক্তিগত রানের রেকর্ডটিও নিজের করে নেন তিনি।

তিনদিন আগে ১৬৫ রানের ইনিংস খেলে শীর্ষে উঠেছিলেন ইংল্যান্ডের বেন ডাকেট। এবার তাকে টপকে শীর্ষে উঠে গেলেন ২৩ বছর বয়সী এ আফগান ব্যাটার। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করে আফগানরা। ইংলিশদের হয়ে জোফরা আর্চার ৩টি, লিয়াম লিভিংস্টোন ২টি এবং ১ টি করে উইকেট নেন আদিল রশিদ ও জেমি ওভারটন।

কিন্তু ইংল্যান্ডেরদের শেষ রক্ষা হয়নি। স্বপ্ন ভেঙে গেল জস বাটলারদের। সেমির আশা শেষ। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সেমি-ফাইনালের লড়াইটা বাঁচিয়ে রাখল আফগানরা!

সন্দেহ নেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেই অন্যতম সেরা ম্যাচ হয়ে থাকবে আফগানিস্তান-ইংল্যান্ডের আজকের এই লড়াই!