নাহিদ রানাকে দেখে অনুপ্রেরণা পান শান্ত

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাহিদ রানা

নাহিদ রানা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের পেসার নাহিদ রানার ওপর ভরসা রাখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের বোলিং ইউনিট নিজেদের সামর্থ্যের পুরোটা দিয়ে লড়াই করবে-তার বিশ্বাস।

দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলের পেস সেনসেশন রানা এবং দলের ফাস্ট-বোলিং ইউনিট সম্পর্কে কথা বলেন শান্ত।

বিজ্ঞাপন

অধিনায়ক মনে করেন, গত কয়েক বছরে নতুন পেসারদের আগমনে দলের পেস আক্রমণ অনেকটা উন্নতি হয়েছে। তিনি বলেন, ‘আমরা সবসময় পেসের বিরুদ্ধে সংগ্রাম করতাম, কিন্তু গত কয়েক বছরে আমাদের বেশ কিছু ফাস্ট বোলার এসেছে। আমাদের কাছে নাহিদ রানা এবং তাসকিন (আহমেদ) আছে– যেভাবে তারা বল করছেন, আমি মনে করি এটি দলের জন্য উপকারী।’

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে পাঁচজন পেসারের পাশাপাশি দলের সাথে দুইজন ট্রাভেলিং রিজার্ভও আছেন। সেখানে হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ রয়েছেন, যেন কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে তাদের ব্যবহার করা যায়। তবে বোলিংয়ে বেশিরভাগ মনোযোগ ছিল পেসার নাহিদ রানার ওপর। সচরাচর ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করতে পারেন তিনি। আবার কখনো কখনো ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টাও পৌঁছান।

বিজ্ঞাপন

তাকে নিয়ে শান্ত বলেন, ‘গত কয়েকটি ম্যাচে, সে খুব ভালো এবং দ্রুত বল করেছে। যখন আমরা তাকে এমনভাবে বল করতে দেখি, তখন এটি আমাদের প্রেরণা দেয় এবং আমরা ভাবতে পারি, কীভাবে আমরা প্রতিপক্ষ দলকে চ্যালেঞ্জ দিতে পারব। সে বিপিএলে বেশ কয়েকটি ম্যাচ খেলে এসেছে। তবে তাকে ফিজিও এবং ট্রেনার ভালোভাবে যত্ন নিয়েছে। সুতরাং যদি তাকে কাল নির্বাচিত করা হয়, আমি বিশ্বাস করি সে ফিট থাকবে।’