বাবরকে টপকে নাম্বার ওয়ান গিল

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শুভমন গিল

শুভমন গিল

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর পরেই ওয়ানডে ক্রিকেটের হালনাগাদকৃত র‍্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে স্বাগতিক পাকিস্তানের বাবর আজমকে পেছনে ফেলে ব্যাটারদের শীর্ষস্থান দখল করেছেন ভারতের শুভমন গিল। শীর্ষে থাকা আফগান বোলার রশিদ খান জায়গা খুইয়েছেন শ্রীলঙ্কার বোলার মহেশ থিকসানার কাছে। আর ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার হয়েছেন মোহাম্মদ নবী।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামীকাল বৃহস্পতিবার মাঠে নামবে শুভমান গিলের ভারত। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ভালো সংগ্রহ ছিল গিলের। ঘরের মাঠে গড়ে ৮৬.৩৩ করে ২৫৯ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। তারই রান বন্যায় ৩-০ ব্যবধানে সিরিজ জেতে স্বাগতিক ভারত। আর এর প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে। বাবরকে টপকে ওয়ানডেতে দ্বিতীয়বারের মত শীর্ষে উঠে আসেন তিনি।

বিজ্ঞাপন

ব্যাট হাতে নিষ্প্রভ থাকা বাবর ২৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় অবস্থানে নেমে এসেছেন। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে উল্লেখ যোগ্য কোনো সংগ্রাহ আনে নি তার ব্যাট থেকে। শীর্ষে থাকা গিলের রেটিং পয়েন্ট ৭৯৬ এবং বাবরের ৭৭৩। তিনে আছেন ভারত দলপতি রোহিত শর্মা।

বোলারদের শীর্ষে উঠে আসা মহেশ থিকসানা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বেশ ভাল বল করেছেন । যেখানে প্রথম ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। আর সর্বশেষ ডিসেম্বরে ওয়ানডেতে নামা রশিদ থিকসানার চেয়ে পিছিয়েছেন ১১ পয়েন্ট। আফগান এই লেগির রেটিং পয়েন্ট ৬৬৯ যেখানে থিকসানার ৬৮০ পয়েন্ট। শীর্ষে পাঁচে থাকা বাকি ৩ বোলার হলেন বার্নার্ড শোলৎজ, কুলদীপ যাদব ও শাহিন আফ্রিদি।

বিজ্ঞাপন