পাকিস্তানের বিপক্ষে দাপুটে ব্যাটিং ইয়াংয়ের

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উইল ইয়াং

উইল ইয়াং

পর্দা উঠল চ্যাম্পিয়ন্স ট্রফির। আজ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারের ম্যাচে দেখে-শুনে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড দল।

প্রথমে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখার সময় ২৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৭ রান তুলেছে নিউজিল্যান্ড। ম্যাচের দ্বিতীয় বলে ফখর জামানের চোটে পড়ার মধ্য দিয়ে বড় ধাক্কা খায় পাকিস্তান।

বিজ্ঞাপন

করাচি স্টেডিয়ামে আজ বুধবার আগে ব্যাট করতে নেমে দলীয় রান চল্লিশের ঘরে না পৌঁছানোর আগে ১ উইকেট হারায় কিউইরা। আবরার আহমেদের বলে বোল্ড হয়ে ১৭ বলে ১০ রান করে মাঠ ছাড়ের ডেবন কনওয়ে।

এরপর মাঠে নামা কেইন উইলিয়ামসন রানের খাতা খোলারে পরেই মোহাম্মদ রিজওয়ানের হাতে তালুবন্ধি হয়ে সাজঘরে ফেরেন। কিছুটা স্থির হয়ে দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টা করেন ওপেনিংয়ে উঠা উইল ইয়াং। উইলিয়ামসনের পরে নামা ড্যারি মিচেলও ফিরলে টম লাথানকে সঙ্গে নিয়ে রানের ব্যবধান বাড়ানো অব্যাহত রাখেন ৮৮ বলে ৮০ রান করা ইয়াং। তাতে ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে কিউইরা।

বিজ্ঞাপন

এখন অব্দি পাকিস্তানের হয়ে বল হাতে ১ উইকেট করে তুলে নেন নাসিম শাহ, আবরার আহমদ ও চোট থেকে ফেরা হারিস রউফ।