দ্বিতীয় বলে মাঠের বাইরে ফখর জামান

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বার্তা২৪

বার্তা২৪

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক পাকিস্তান। তবে মাঠের নামার পরই চোটে পড়েন লম্বা সময় পরে দলে ডাক পাওয়া ফখর জামান। তাতে ম্যাচের দ্বিতীয় বলে মাঠ ছাড়েন তিনি।

আজ টস জিতে নেমেই শাহীন আফ্রিদির বলে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন ফখর। আফ্রিদির ফুল লেন্থের বল পেয়ে ড্রাইভ করতে ভুলেন নি কিউই ব্যাটার উইল ইয়াং। আর সেই বল কুড়িয়ে আনতে গিয়ে কপাল পুড়ে ফখরের। বল মাঠে পাঠালে নিজে মাঠে ফিরতে পারেন নি তিনি। তাড়াহুড়ো করে বসে পড়েন বাউন্ডারির বাইরে। সেখান থেকে ইশারায় ডাকলেন ফিজিওদের।

বিজ্ঞাপন

প্রাথমিক চিকিৎসা চলাকালে টিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে কোমরের পেশিতে ব্যথা অনুভব করছেন ফখর। তার পরিবর্তে ফিল্ডিং করতে মাঠে নামেন কামরান গুলাম। এদিকে ফখরের আকস্মিক চোট কপালে ভাজ পেলে দিয়েছে পাক শিবিরে। অবশ্য তার ফেরার সম্ভাবনা আছে। ব্যাটিং সেশনের শেষে ফিট হতে পারলে আবারো ২২ গজে দেখা মিলবে তার।

অন্যদিকে ত্রিদেশীয় সিরিজে চোটে পড়া হারিস রউফ ফিরেছেন একাদশে তাতে খানিকটা স্বস্তি পাচ্ছে বাবর আজমরা।

বিজ্ঞাপন