গৌতম গম্ভীরের সিদ্ধান্তে খুশি নন পন্ত

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিউইদের বিপক্ষে স্বাগতিক পাকিস্তানের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠেছে। আর নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে ভারত। তবে এবার মাঠের নামার আগে অস্থিরতার খবর শোনা যাচ্ছে ভারতের শিবিরে। ভারতীয় কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন দলের এক তারকা খেলোয়াড়।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে বর্ডার-গাভাস্কার ট্রফিতে হারের পর কোচ গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্ক টানাপোড়ন ছিল দলের বেশ কয়েকজন ক্রিকেটারের। আর ইংল্যান্ডের সঙ্গে সিরিজের পরপরেই গৌতম সাফ জানিয়ে দিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক কেএল রাহুল। তখন সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘রাহুল আমাদের এক নম্বর উইকেটরক্ষক। এই মুহূর্তে এটাই বলতে পারি আমি। ঋষভ পন্তও সুযোগ পাবে। কিন্তু রাহুল ভালো খেলছে। দুজন উইকেটকিপার তো খেলানো যাবে না।’

বিজ্ঞাপন

তখন তিনি স্পষ্ট করে দিয়েছেন পন্তকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুর দিকে অন্তত বেঞ্চেই বসতে হবে। এ নিয়ে নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গেও গৌতমের বাকবিতণ্ডা হয়েছে বলে জানা গেছে। এবার সেই সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হয়েছেন পন্ত। তিনি চেয়েছিলেন কয়েকটি ম্যাচে দলের হয়ে মাঠে নামতে। ভারতীয় গণমাধ্রমের দাবি,টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন পন্ত যে রান না করতে পারলে যদি তাকে বাইরে রাখা হতো তাহলে কিছু বলার ছিল না। কিন্তু দিনের পর দিন সুযোগ পা দিয়েই তাকে বাইরে রাখা হচ্ছে। এটা নিয়ে তিনি খুশি নন।

অবশ্য এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেন নি পন্ত। আর ভারতীয় ক্রিকেট বোর্ডও এ বিষয়ে কোনো মন্তব্য করে নি। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে এমন খবর কিছুতেই স্বস্তি দিচ্ছে না ভারতের সর্মথকদের।

বিজ্ঞাপন