আতহারের সঙ্গে আরও যারা থাকছেন ধারাভাষ্য প্যানেলে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আতহার আলী খান

আতহার আলী খান

প্রায় ৮ বছর পর আবারও মাঠে ফিরতে যাচ্ছে মিনি-বিশ্বকাপখ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান নিউজিল্যান্ড।

খেলাধুলার গুরুত্বপূর্ণ উপাদান ধারাভাষ্য। ব্যতিক্রম নয় চ্যাম্পিয়ন ট্রফির নবম আসরও। টুর্নামেন্টকে সামনে রেখে তারকায় ঠাসা বিশ্বসেরা ধারাভাষ্য প্যানেল প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আতহার আলী খান।

বিজ্ঞাপন

আইসিসি প্রকাশিত ধারাভাষ্যকারদের এই প্যানেলে আছেন নাসের হুসেইন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপদের মতো বিশ্বসেরা ধারাভাষ্যকার। তাদের সঙ্গে বিশ্বকাপজয়ী বেশ কয়েকজন সাবেক তারকাও আছেন এ লিস্টে। তারা হচ্ছেন– রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, মেল জোন্স, ওয়াসিম আকরাম ও সুনীল গাভাস্কার।

এছাড়া হার্শা ভোগলে, মাইকেল আথারটন, এমপুমেলেলো এমবাংওয়া, কাস নাইডু, ডেল স্টেইন, বাজিদ খান, দীনেশ কার্তিক, ক্যাটি মার্টিন, শন পোলক, আতহার আলী খান ও ইয়ান ওয়ার্ড ও সাইমন ডুল ক্রিকেট প্রেমীদের সামনে তুলে ধরবেন ম্যাচের ধারাবিবরণী।
চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। এ ছাড়া অনলাইনে টফি অ্যাপে খেলা দেখার সুযোগ থাকছে।

বিজ্ঞাপন